দিল্লির বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণধর্ষণের চেষ্টা! জোর জবরদস্তি ছিঁড়ে ফেলা হয় পোশাক

October 14, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২৫: দিল্লির বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রীকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল চার জনের বিরুদ্ধে।। অভিযোগ, দক্ষিণ এশিয়া বিশ্ববিদ্যালয় (South Asian University)ক্যাম্পাসের মধ্যেই একটি নির্মীয়মান স্থানে চার যুবক ওই ছাত্রীকে টেনে নিয়ে গিয়ে শারীরিকভাবে হেনস্তা করে এবং ধর্ষণের চেষ্টা চালায়।

ঘটনাটি ঘটে সোমবার দুপুর ৩টা নাগাদ। নির্যাতিতা নিজেই ময়দান গড়হি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই পুলিশের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে।

দেশের রাজধানীর একটি আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণের চেষ্টার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ক্যাম্পাসের মধ্যেই চার যুবক তরুণীর জামা ছিঁড়ে তাঁকে শারীরিকভাবে হেনস্তা করে এবং গণধর্ষণের চেষ্টা চালায়।

তরুণী জানিয়েছেন, “ওরা চারজন আমার পোশাক ছিঁড়ে ফেলে। বাজেভাবে স্পর্শ করে ও গণধর্ষণের চেষ্টা করে।” পুলিশ ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও, তদন্তে পূর্ণ সহযোগিতা করছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার পর থেকেই ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়েছে। ছাত্রছাত্রীরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে প্রতিবাদে সরব হয়েছেন।

এই ঘটনায় শিক্ষামহলে উদ্বেগ বাড়ছে। বারবার শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হেনস্তার অভিযোগ উঠছে, যা ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলছে। বিশেষ করে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে চুক্তির ভিত্তিতে গঠিত এই আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা স্বাভাবিকভাবেই গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen