সুপ্রিম নির্দেশকে উপেক্ষা, রাজভবনের টালবাহানায় থমকে কলকাতা, যাদবপুর সহ ৬ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগ

October 15, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:১০: রাজ্য ও রাজভবন (Raj Bhavan) সংঘাত নতুন কিছু নয়। বাংলা অতীতেও এ জিনিস দেখেছে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশকে উপেক্ষা? শীর্ষ আদালতের নির্দেশ সত্ত্বেও রাজভবনের টালবাহানায় থমকে কলকাতা, যাদবপুর-সহ রাজ্যের ৬টি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগ। দেশের শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশের পরও এমন গড়িমসি কেন? উঠছে প্রশ্ন।

উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর মিলেছে, রাজভবনকে রায়ের কপি পাঠানো পরও কেন ৬ জনের নামের তালিকা পাঠানো হয়নি, সেই প্রশ্ন তুলে ফাইল ফেরত দিয়েছে রাজভবন। অভিযোগ, অযথা জটিলতা তৈরি করা হচ্ছে। যাদবপুর এবং কলকাতায় স্থায়ী উপাচার্য না-থাকায় গবেষণার পাশাপাশি প্রশাসনিক বহু কাজ আটকে গিয়েছে। বিদেশ থেকে যাদবপুর ও কলকাতায় গবেষণার কাজ আসা বন্ধ হওয়ার আশঙ্কায় চিন্তিত অধ্যাপকরা।

স্থায়ী উপাচার্যের নিয়োগের নির্দেশ আসার পরে, উচ্চশিক্ষা দপ্তর শীর্ষ আদালতের রায়ের কপি রাজভবনে পাঠিয়ে দেয়। ৬ জনের নামের তালিকা কেন পাঠানো হয়নি, তা উল্লেখ করে রাজভবন উচ্চশিক্ষা দপ্তরকে ফাইলফেরত পাঠায়। উল্লেখ্য, নামের তালিকা রাজভবনে পাঠিয়ে দেওয়ার কথা সুপ্রিম কোর্টের। দপ্তর নামের তালিকা পাঠাতে পারে না। ৬ জনের নামের তালিকা সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হবে বলে রাজভবনকে উচ্চশিক্ষা দপ্তর জানিয়ে দিয়েছে। আপাতত অপেক্ষা করা ছাড়া নিরুপায় শিক্ষা দপ্তর।

গবেষণা সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজও প্রায় বন্ধ হয়ে গিয়েছে স্থায়ী উপাচার্য না-থাকায়। বিশ্ববিদ্যালয়ের বহু প্রশাসনিক কাজ হচ্ছে না। বিশ্ববিদ্যালয়কে সচল করতে অবিলম্বে আচার্যের উচিত স্থায়ী উপাচার্য নিয়োগ করা, এমনই মনে করছে শিক্ষামহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen