দুর্গাপুর কাণ্ড: রেয়াত নয়! ভাইকে পুলিশের হাতে তুলে দিলেন দিদি

October 15, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩০: অপরাধীকে কোনও রেয়াত নয়। দুর্গাপুর কাণ্ডে পুলিশের নজরে জানতে পেরে নিজের দায়িত্বে ভাইকে পুলিশের হাতে তুলে দিলেন দিদি। বর্তমানে পুলিশের হেপাজতে রয়েছে অভিযুক্ত সফিক শেখ। রোজিনার জানান, “অন্যায়ের সঙ্গে আপস নয়। নিরপেক্ষ তদন্ত হোক। দোষীরা যেন শাস্তি পায়।”

দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য-রাজনীতি। দ্রুতগতিতে তদন্ত নামে পুলিশ। রবিবার ও সোমবার ৫ জন অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরই একজন সফিক শেখ। তাকে ধরতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছিল পুলিশকে। সহযোগিতার হাত বাড়ান সফিকের দিদি রোজিনা শেখ। জানা গিয়েছে, বাড়ি থেকে উধাও হয়ে যায় সফিক। নিজের মোবাইলও ব্যবহার করছিল না সে। তার হদিশ পেতে আত্মীয়দের বাড়িতেও হানা দেয় পুলিশ। রোজিনা বিবি ভাইয়ের শ্বশুরবাড়িতে ফোন করেন। সফিক ফোন করলেই যেন তাঁকে জানানো হয়, বলে দেন।

ভাইয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন রোজিনা। রোজিনা তাকে দেখা করার প্রস্তাব দেয়। দিদির কথায় রাজি হয়ে অন্ডাল হাইওয়ের নিচে যায় সফিক। পুলিশের গাড়িতে সেখানে পৌঁছন রোজিনা। সেখানেই পুলিশ গ্রেপ্তার করে সফিককে।
প্রসঙ্গত, দুর্গাপুরে ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে, গণধর্ষণ নয়, ধর্ষণ হয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen