Kolkata Metro: ফের মেট্রোয় বিপত্তি, ব্লু লাইনে আংশিক বন্ধ পরিষেবা

October 15, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৩:৩৫:  যান্ত্রিক সমস্যায় ফের ভোগান্তি ব্লু লাইনে। বুধবার দুপুরে আচমকাই বন্ধ হয়ে যায় কলকাতা মেট্রোর সবথেকে ব্যস্ত এই লাইনের একটি বড় অংশের পরিষেবা। বেলা পৌনে একটা নাগাদ বন্ধ হয় দমদম থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল। তবে দক্ষিণেশ্বর থেকে দমদম এবং ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা চালু ছিল।

যদিও মেট্রোর পক্ষ থেকে পরিষেবা ব্যাহত হওয়ার নির্দিষ্ট কারণ জানানো হয়নি। ফলে হঠাৎ মেট্রো বন্ধ হয়ে পড়ায় অফিসযাত্রী ও সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে একাধিকবার যান্ত্রিক ত্রুটির জেরে ব্লু লাইনে মেট্রো পরিষেবা বন্ধ বা ব্যাহত হয়েছে। ফলে নিয়মিত যাত্রীদের মধ্যে অসন্তোষ বাড়ছে মেট্রোর পরিষেবা নিয়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen