রক্তক্ষয়ী সংঘর্ষের ইতি! যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২১.২০: টানা কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে সাময়িক শান্তির পথে হাঁটল পাকিস্তান ও আফগানিস্তান। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, পাকিস্তান এবং আফগানিস্তানের তালিবান সরকার স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা থেকে ৪৮ ঘণ্টার জন্য অস্থায়ী ভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
পাকিস্তানের বিদেশমন্ত্রক জানিয়েছে, প্রাণহানি রুখে কূটনৈতিকভাবে সমস্যার সমাধান করতেই এই সিদ্ধান্ত। যদিও আফগানিস্তানের তরফে সরকারিভাবে কোনও বিবৃতি এখনও আসেনি।
গত শুক্রবার থেকে শুরু হওয়া সংঘর্ষে বুধবারও নতুন করে উত্তেজনা ছড়ায়। তালিবান বাহিনী সীমান্তবর্তী পাক সেনাঘাঁটিতে হামলা চালায়, পালটা গুলি চালায় পাকিস্তান সেনা স্পিন বোলদাক এলাকায়। সংঘর্ষে অন্তত ১২ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও শতাধিক।
এই পরিস্থিতিতে পাকিস্তান সৌদি আরব ও কাতারের সঙ্গে আলোচনা করেছে বলে সূত্রের খবর, যদিও সরকারিভাবে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়নি। চলতি সপ্তাহে এটি দ্বিতীয়বার, যখন দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষ বাধল। এর আগে কাবুল ও পাকটিকায় হামলার দায় অস্বীকার করেছিল পাকিস্তান। আফগানিস্তান দাবি করেছিল, তাদের সীমান্ত অপারেশনে ৫৮ পাক সেনা নিহত হয়েছে, অন্যদিকে পাকিস্তান জানিয়েছে, তারা ২০০ আফগান সেনাকে খতম করেছে।
ইসলামাবাদের অভিযোগ, তালিবানরা আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। কাবুল এই দাবি অস্বীকার করেছে। দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দীর্ঘদিনের হলেও সাম্প্রতিক সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এখন দেখার, এই ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি কতটা কার্যকর হয় এবং ভবিষ্যতে শান্তিপূর্ণ সমাধানের পথ খুলে দেয় কিনা।