Kolkata London Flight: মমতার আর্জিকে মান্যতা, কলকাতা-লন্ডন বিমান পরিষেবা চালুর সিদ্ধান্ত ইন্ডিগোর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.৩০: অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে বহু প্রতীক্ষিত কলকাতা-লন্ডন বিমান পরিষেবা। মুখ্যমন্ত্রীর অনুরোধে সাড়া দিয়ে ওই রুটে উড়ান চালুর সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিগো। আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হবে এই পরিষেবা। প্রথম ধাপে কলকাতা থেকে মুম্বই হয়ে লন্ডন যাবে বিমান, একই দিনে লন্ডন থেকেও ফেরার উড়ান থাকবে। ভাড়া রাখা হয়েছে মাত্র ২২ হাজার টাকা।
এত দিন কলকাতা থেকে সরাসরি লন্ডনে কোনও বিমান না থাকায় যাত্রীদের নয়াদিল্লি বা মুম্বই হয়ে উড়তে হতো। কেউ কেউ দুবাই বা দোহা হয়ে যেতেন, যা সময় ও খরচ দুটোই বাড়িয়ে দিত। এবার সেই সমস্যার কিছুটা সমাধান হতে চলেছে।
চলতি বছরের মার্চে লন্ডন সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কলকাতা-লন্ডন ফ্লাইট চালুর দাবি তুলেছিলেন। লন্ডনের ভারতীয় হাই কমিশন ও যুক্তরাজ্যের বণিকসভা- দু’জায়গাতেই এই বিষয়ে তাঁর অনুরোধ জানান তিনি। মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন, “বাংলা বেশি দূরে নয়। কিন্তু লন্ডন থেকে একটা সরাসরি বিমান হলে খুব ভালো হয়। আগে ব্রিটিশ এয়ারওয়েজ ছিল। এখন সরাসরি বিমান পরিষেবা চালু হলে সুবিধা হবে।”
সেই সময় ব্রিটিশ এয়ারওয়েজকে উদ্দেশ করে মমতা বলেন, “কলকাতা- লন্ডন ফ্লাইট চালু করুন। যারা প্রথম এগিয়ে আসবে, তাদের বিশেষ সুবিধা ও জ্বালানিতে ছাড় দেওয়া হবে। আগের মতো এই পরিষেবা ফিরিয়ে আনলে ব্যবসাও বাড়বে।”
এর আগে কলকাতা থেকে লন্ডন যেতে এখন ১৮ ঘণ্টা সময় লাগলেও সরাসরি কোনও উড়ান থাকলে তা ৮ ঘণ্টায় যাওয়া সম্ভব, জানিয়েছিলেন মমতা।
রাজ্য সরকারের সেই আহ্বানেই প্রথম পরিকল্পনা শুরু করে ব্রিটিশ এয়ারওয়েজ। আর এবার সরকারি আবেদনের প্রতিক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিল ইন্ডিগো।