গুণমানের পরীক্ষায় ফেল ৩৪টি ওষুধ, নিম্নমানের ওষুধ আসছে গুজরাত সহ ডবল ইঞ্জিন রাজ্য থেকে!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:২০: ৩৪টি ওষুধকে ‘নট স্ট্যান্ডার্ড কোয়ালিটি’ অর্থাৎ নিম্নমানের তালিকাভুক্ত করল সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (Central Drug Standard Control Organization)। নট স্ট্যান্ডার্ড কোয়ালিটির তালিকায় রয়েছে ক্যালসিয়াম কার্বনেট ট্যাবলেট, প্যারাসিটামল, পেটে পরজীবী সংক্রমণের ট্যাবলেট অ্যালবেকাল ৪০০, পেটে সংক্রমণের মেট্রোনিডাজোল ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক ট্রাইহাইড্রেট, অ্যামক্সিসিলিন পটাশিয়াল ক্লভুলানেট ট্যাবলেট মতো ওষুধ।
সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল বোর্ড, প্রতিটি নিকৃষ্ট মানের ওষুধের ব্যাচ নম্বর প্রকাশ করেছে। প্রতিটি রাজ্যের পাইকারি ও খুচরো বিক্রেতার কাছে তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল বোর্ডের আধিকারিকরা জানিয়েছেন, ওষুধগুলি যেন কোনওভাবে বেচাকেনা না হয়।
ক্যালসিয়াম কার্বনেট ট্যাবলেটের পরীক্ষায় দেখা গিয়েছে ক্যালসিয়ামের অস্তিত্বই নেই। কলকাতা থেকে বাজেয়াপ্ত এই গুরুত্বপূর্ণ ওষুধের নিকৃষ্টমানের সংস্করণ এসেছে গুজরাত থেকে। ব্যাচ নম্বর
। নিম্নমানের এই ওষুধ প্রস্তুতকারক সংস্থার নাম গিডসা ফার্মাসিউটিক্যাল। সংস্থার কারখানার ঠিকানা প্লট নম্বর ৬১১, ৬১২, খারেদি দাহোড় ৩৮৯১৫১, গুজরাত। প্রাথমিক তদন্ত শুরু করেছে ড্রাগ কন্ট্রোল বোর্ড। অ্যাম্পিসিলিন প্যারাসিটামল ল্যাবরেটরিতে মান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। নিম্নমানের সেই প্যারাসিটামল এসেছে উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে। অধিকাংশ নিম্নমানের ওষুধ তৈরির কারখানা হয়েছে হিমাচলপ্রদেশ, মধ্যপ্রদেশে।