‘প্রধানমন্ত্রী ট্রাম্পকে ভয় পান’, মোদীকে তোপ রাহুলের

October 16, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: মার্কিন প্রেসিডেন্ট বলে দিয়েছেন, ভারত নাকি রাশিয়ার তেল কেনা বন্ধ করছে। আর মোদী খোদ এমন কথা দিয়েছেন বলে দাবি ট্রাম্পের। এখনও ডোনাল্ড ট্রাম্পের দাবি খারিজ করেনি নয়া দিল্লি। ফলে বিরোধীরা প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করতে শুরু করেছেন। রাহুল গান্ধী মোদীকে নিশানা করে বললেন, মোদী আসলে ট্রাম্পকে ভয় পান। সেই ভীতির জন্য বহু ক্ষেত্রে ভারতকে আপস করতে হচ্ছে।

বুধবার হোয়াইট হাউসে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, “মোদী আজ আমাকে আশ্বাস দিয়েছেন, রাশিয়া থেকে ভারত আর তেল কিনবে না। আমরা চাই চীনও সেই একই পথে হাঁটুক।” ট্রাম্পের দাবি নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি কেন্দ্র। মার্কিন প্রেসিডেন্টের দাবি নিয়ে সংশয় কাটছে না।

এই আবহে সমাজ মাধ্যমে এক পোস্টে রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী ট্রাম্পকে ভয় পান।’ নিজের মতে সপক্ষে যুক্তিও দেন লোকসভার বিরোধী দলনেতা। দেশের বিরোধী দলনেতার যুক্তি, ‘এক, ভারত রাশিয়া থেকে তেল কেনা কবে বন্ধ করবে সেটা ঠিক করার অনুমতি মোদী ট্রাম্পকে দিয়ে রেখেছেন। দুই, বার বার পাত্তা না-পাওয়ার পরও মাঝে মাঝেই ট্রাম্পকে শুভেচ্ছাবার্তা পাঠান মোদী। তিন, সদ্য অর্থমন্ত্রীর আমেরিকা সফর বাতিল করতে বাধ্য হয়েছে ভারত। চার, শার্ম আল শেখে গাজা-ইজরায়েল শান্তি চুক্তিতে উপস্থিত থাকার সাহস দেখাতে পারেননি প্রধানমন্ত্রী। পাঁচ, অপারেশন সিঁদুর নিয়ে এখনও একবার ট্রাম্পের দাবি খণ্ডন করতে পারেননি মোদী।’

রাহুল বার বার অভিযোগ করেছেন, মোদী আমলে ভারতীয় বিদেশনীতি চূড়ান্ত ব্যর্থ। বিহার ভোটের প্রাক্কালে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ট্রাম্পের দাবিকে অস্ত্র হিসাবে ব্যবহার করে ফের মোদীকে দুর্বল প্রধানমন্ত্রী প্রমাণ করতে মরিয়া রাহুল এবং অন্যান্য বিরোধীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen