পাহাড়বাসীর মঙ্গল কামনায় দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী, করলেন জনসংযোগও

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩৯: উত্তরবঙ্গের বিপর্যয়ের পর দ্বিতীয় দফায় পাহাড় সফরে গিয়ে আজ দার্জিলিঙের মহাকাল মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূর্যমুখী ফুল ও দুধ দিয়ে পুজো দেন তিনি। কথা বলেন মন্দিরের পুরোহিত ও দর্শনার্থীদের সঙ্গে। জনসংযোগের সময় স্থানীয়দের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন মুখ্যমন্ত্রী।
এই সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। শুক্রবার তাঁর কলকাতায় ফেরার কথা।
প্রসঙ্গত, পাহাড় সফরে গেলে প্রতিবারই স্থানীয়দের সঙ্গে মিশে যান মুখ্যমন্ত্রী। কখনও দোকানে ঢুকে কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে, কখনও আবার খুদেদের সঙ্গে সময় কাটান। আজও তার ব্যতিক্রম ঘটেনি।
বিজয়া দশমীর পর ভুটান থেকে নেমে আসা জলে ও ভূমিধসে বিপর্যস্ত হয় উত্তরবঙ্গের একাধিক জেলা। দার্জিলিং, মিরিক, নাগরাকাটা, আলিপুরদুয়ারের বহু এলাকা জলের তলায় চলে যায়। প্রাণ হারান অন্তত ৩২ জন। রাজ্য প্রশাসন ইতিমধ্যেই উদ্ধার ও পুনর্গঠনের কাজ শুরু করেছে। এই পরিস্থিতিতেই দার্জিলিঙে গিয়ে পাহাড়বাসীর মঙ্গল কামনায় পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।