‘আমিই বাংলার ডিজিটাল যোদ্ধা’, নতুন প্রচার অভিযান শুরু করলেন অভিষেক

October 16, 2025 | 2 min read
Published by: Manas Modak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩৪:  ডিজিটাল পরিসরে বাংলার মর্যাদা ও সত্য রক্ষার ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার এক টুইটের ভিডিও বার্তায় তিনি ঘোষণা করেন নতুন ডিজিটাল উদ্যোগ- ‘আমিই বাংলার ডিজিটাল যোদ্ধা’ (Ami Banglar Digital Joddha)। এই উদ্যোগের লক্ষ্য, বাংলার ভাবমূর্তি রক্ষা এবং বিভ্রান্তিকর প্রচারের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে একত্র করা।

অভিষেকের বার্তায় বলা হয়েছে, “আমাদের প্রিয় মাতৃভূমি বাংলা আজ বহিরাগত বাংলা-বিরোধী জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত ও কালিমালিপ্ত—যারা মিথ্যা ও অপপ্রচারকে হাতিয়ার করে বাংলার ভাবমূর্তি নষ্ট করছে, বিশেষ করে এই মুহূর্তে যখন এই লড়াই ডিজিটাল দুনিয়ায় প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে।”

তিনি আরও লেখেন, “এখন আমাদের দায়িত্ব হল বাংলার অধিকার, মর্যাদা ও সত্য রক্ষার জন্য দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে আসা। তাই আমি শুরু করছি ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’—একটি জনশক্তিনির্ভর, তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ডিজিটাল আন্দোলন। যার লক্ষ্য বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য-পরিচয়কে রক্ষা করা, সত্যকে প্রতিষ্ঠা করা এবং বাংলার গর্ব ও অগ্রগতির বার্তা ছড়িয়ে দেওয়া – ভারতের প্রতিটি প্রান্তে এবং সমগ্র বিশ্বে।”

তরুণদের উদ্দেশে অভিষেকের আহ্বান, “যে সকল তরুণ-তরুণী বাংলাকে অপমানিত হতে দিতে চায় না, তাঁদের উদ্দেশে আমার আহ্বান – এটাই আপনাদের সময়। ডিজিটাল যোদ্ধা হিসেবে যোগ দিয়ে বাংলার ভবিষ্যতকে আরও শক্তিশালী করুন। নিচের লিঙ্কে গিয়ে রেজিস্টার করুন এবং একসাথে দেখিয়ে দিন বিশ্বকে—যখন বাংলার মানুষ একত্রে গর্জন করে, তখন কী অসাধ্য সাধন করা যায়।”

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে রাজ্যের উন্নয়নমূলক কাজ, সংস্কৃতি ও পরিচয় তুলে ধরতে চায় দল। পাশাপাশি ভুয়ো খবর ও প্রোপাগান্ডার বিরুদ্ধে তথ্যনির্ভর পালটা দেওয়াও এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen