বিশ্বকাপে এবার ২০ দল! ইতিহাস গড়তে প্রস্তুত টি-২০ বিশ্বকাপ

October 17, 2025 | 2 min read
Published by: Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৪০: ICC Men’s T20 World Cup 2026-এ জায়গা করে নিল আরব আমির শাহী। বৃহস্পতিবার ওমানের মাটিতে অনুষ্ঠিত এশিয়া/ইস্ট এশিয়া-প্যাসিফিক (EAP) বাছাইপর্বের সুপার সিক্সে দুরন্ত জয়ে জাপানকে হারিয়ে টিকিট নিশ্চিত করল সংযুক্ত আরব আমিরশাহী। মাত্র ৮ উইকেটে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে ওয়াসিম বাহিনী নিশ্চিত করল শীর্ষ তিনে থাকা এবং মূল মঞ্চে খেলার সুযোগ। এই জয়েই নির্ধারিত হয়ে গেল আগামী টি-২০ বিশ্বকাপের ২০ দলের তালিকা।

এই ২০টি দল হলো: ভারত (আয়োজক), শ্রীলঙ্কা (আয়োজক), আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কানাডা, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, নামিবিয়া, নেপাল, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, ওমান, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরশাহী, আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ে।

জাপান, সামোয়া ও কাতারের মতো দলগুলো শেষ মুহূর্ত পর্যন্ত আশা বাঁচিয়ে রেখেছিল। কিন্তু সংযুক্ত আরব আমিরশাহীর জয়ে শেষ হয়ে গেল সেই সম্ভাবনা। জাপানকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে আরব আমিরশাহীর বোলাররা শুরু থেকেই চেপে ধরে। মাত্র ১১৬ রানে ৯ উইকেট হারায় জাপান। দলের হয়ে একমাত্র উজ্জ্বল ব্যাটার ছিলেন ওয়াতারু মিয়াউচি — ৩২ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ওপেনার এসাম রহমান (২৩), অভিষেক আনন্দ (১০) এবং শেষদিকে আব্দুল সামাদ (১১*) কিছুটা প্রতিরোধ গড়লেও দলকে বড় স্কোরে তুলতে পারেননি।

বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন হাইদার আলি (৩/২০) ও মোহাম্মদ আরফান (২/২৪)। তাদের নিখুঁত লাইন-লেংথে ব্যাটাররা একেবারেই স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি।

মাত্র ১১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সংযুক্ত আরব আমিরশাহীর ওপেনিং জুটি শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। আলিশান শরাফু (৪৬) ও অধিনায়ক মহম্মদ ওয়াসিম (৪২) মিলে ৭০ রানের জুটি গড়ে ম্যাচ কার্যত সেখানেই জিতে নেয় দল। পরবর্তীতে মায়াঙ্ক কুমার (১৩*) ও রাহুল চোপড়া (১৪*) অনায়াসেই বাকি রান তুলে ফেলেন। ৪৭ বল হাতে রেখেই জয় পায় আমিরাত।

 

এই জয়ের ফলে আঞ্চলিক বাছাইপর্ব থেকে নেপাল ও ওমানের পাশাপাশি আমিরাতও নিশ্চিত করল টি-২০ বিশ্বকাপের মূল পর্বে খেলা। এখন তাদের চোখ মূল টুর্নামেন্টে বড় কিছু করার দিকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen