বাতিল CBI-র আবেদন, সুপ্রিম কোর্টে স্বস্তি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের

সারদাকাণ্ডে ছ’বছর আগে আইপিএস অফিসার রাজীবকে আগাম জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় সিবিআই। সোমবার, মামলাটি প্রধান বিচারপতি গভাইয়ের বেঞ্চে ওঠে। শুনানির শুরুতেই প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, “ছ’বছর পরে কেন এলেন?” আরও প্রশ্ন করেন, “ছ’বছর পর কেন মামলা তোলা হল?”
আজ শুক্রবার ফের মামলার শুনানি হয়। শীর্ষ আদালত জানায়, আগাম জামিন বহাল থাকছে। রাজীবের বিরুদ্ধে আদালত অবমাননার যে মামলা ছিল, তা বাতিল হয়নি। আট সপ্তাহ পরে এই মামলা আবার শুনবে শীর্ষ আদালত।
সিবিআইয়ের ছ’বছরের পুরনো এই মামলা গত সোমবারই সুপ্রিম কোর্ট খারিজ করে দিতে চেয়েছিল। কিন্তু কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা অনুরোধ করেছিলেন, সিবিআই-তদন্তে বাধা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি একসঙ্গে হোক। সেই মামলাও ছ’বছর ধরে ঝুলে রয়েছে। শুক্রবার তার শুনানি ছিল। সিবিআইয়ের আবেদন বাতিল করে রাজীবের আগাম জামিন বহাল রেখেছে শীর্ষ আদালত।
উল্লেখ্য, ২০১৯ সালের ১ অক্টোবর কলকাতা হাইকোর্ট রাজীব কুমারকে আগাম জামিন দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে ২০১৯ সালের ৪ অক্টোবর শীর্ষ আদালতে মামলা দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারীরা। ওই বছর ২৫ ও ২৯ নভেম্বর মামলাটির শুনানি হয়। রাজীব কুমারকে নোটিশ পাঠানোর নির্দেশ দেয় আদালত। ওই বছর ২০ ডিসেম্বর নোটিশ তাঁর হাতে পৌঁছয়। তারপর থেকে আর কোনও অগ্রগতি হয়নি। আজ সেই মামলায় জামিনের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট।