কানাডায় Kapil Sharma-র ক্যাফেতে ফের গুলি! চার মাসে তৃতীয় হামলায় তীব্র আতঙ্ক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৫৪: কানাডার সারে শহরে আবারও গোলাগুলির ঘটনা কমেডিয়ান অভিনেতা কপিল শর্মার মালিকানাধীন ‘Kaps Cafe’-তে টানা চার মাসে তৃতীয়বারের মতো বন্দুকবাজদের হামলা হলো বুধবার গভীর রাতে। স্থানীয় সময় ভোর ৩টা ৪৩ মিনিট নাগাদ নিউটন এলাকার ৮৪০০ ব্লক, ১২০ নম্বর স্ট্রিটে এই হামলা ঘটে। পুলিশ জানায়, হামলার সময় ক্যাফের ভেতরে কর্মীরা উপস্থিত থাকলেও কেউ আহত হননি।
ঘটনার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার দায় স্বীকার করে গ্যাংস্টার গোল্ডি দিলহন ও কুলদীপ সিধু । দু’জনই কুখ্যাত গ্যাং লিডার লরেন্স বিষ্ণুর চক্রের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। ভিডিওতে দেখা যায়, একটি গাড়ির ভেতর থেকে একজন বন্দুকধারী জানালা খুলে গুলি চালাচ্ছে। অন্তত ছ’টি গুলি ছোঁড়া হয়, যা ক্যাফের জানালা ও দেওয়ালে আঘাত করে।
সারে পুলিশ সার্ভিসের (SPS) বিবৃতিতে বলা হয়েছে, “বহু রাউন্ড গুলি ছোঁড়া হয়েছে, ভবনের জানালার কাচ ভেঙে গেছে। কিন্তু সৌভাগ্যক্রমে কেউ আহত হননি।” হামলার দায় স্বীকার করে গ্যাংস্টাররা ‘সাধারণ মানুষকে’ দূরে থাকার হুঁশিয়ারি দিয়েছে। তাদের বার্তায় বলা হয়েছে, “আমাদের কোনো শত্রুতা সাধারণ মানুষের সঙ্গে নয়। যাদের সঙ্গে বিবাদ আছে, তারা দূরে থাকুন। যারা বেআইনি কাজ করে ও পাওনা দেয় না, তারা প্রস্তুত থাকুক।”
এছাড়াও বলিউডে ধর্ম নিয়ে যারা “খারাপ মন্তব্য” করে, তাদের উদ্দেশ্যেও হুমকি ছুঁড়ে দেয় তারা। বার্তায় লেখা—“যে কেউ টার্গেট হতে পারে, গুলি যে কোনও দিক থেকে আসতে পারে।”
এটি ছিল তৃতীয় হামলা। এর আগে ৮ আগস্ট দ্বিতীয় হামলায় অন্তত ২৫ রাউন্ড গুলি চালানো হয়। ওই হামলার একটি ভিডিওতেও গ্যাংস্টারদের কণ্ঠে হুমকি শোনা যায়—“টার্গেটকে ফোন করেছিলাম, সে ধরেনি, তাই ব্যবস্থা নিতে হলো। এবারও না ধরলে পরের টার্গেট হবে মুম্বই।” এর পর থেকেই শর্মার মুম্বই বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়।
প্রথম হামলাটি হয় ১০ জুলাই, তখনও কর্মীরা ক্যাফের ভিতরে ছিলেন। অন্তত ১০টি গুলি ক্যাফের জানালায় লাগে। ওই সময় দায় স্বীকার করে জঙ্গি সংগঠন বাবর খালসা ইন্টারন্যাশনাল (BKI)-এর সদস্য হারজিৎ সিং। তার দাবি ছিল, কপিল শর্মার একটি শো-তে নীহাং শিখদের ঐতিহ্য নিয়ে কৌতুক করায় সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত লেগেছে।
উল্লেখ্য, BKI কানাডার সরকারিভাবে তালিকাভুক্ত একটি সন্ত্রাসবাদী সংগঠন এবং হারজিত সিং লাড্ডি ভারতের National Investigation Agency-এর মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছে।
প্রথম দুই হামলার পরও ক্যাফে কর্তৃপক্ষ জানিয়েছিল, “আমরা ভয়কে মাথা নত করব না। Kaps Cafe থাকবে ভালোবাসা ও কমিউনিটির প্রতীক হয়ে।” কিন্তু টানা তৃতীয় হামলার পর শহরজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ তদন্তে নেমেছে এবং হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।