Kali Puja 2025: কালীপুজোয় ভিড় জমবে বারাসাত, মধ্যমগ্রামে! কী কী ব্যবস্থা পুলিশ-প্রশাসনের?

October 17, 2025 | < 1 min read
Published by: Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪০: জাঁকজমকপূর্ণভাবে কালীপুজো উদযাপিত হয় বারাসত ও মধ্যমগ্রামে। রীতিমতো থিমের লড়াই জমে ওঠে আয়োজকদের মধ্যে। কালীপুজোয় ভিড় জমে এই দুই জনপদে। দর্শনার্থীদের সুবিধার্থে এবার তিনটি জায়গায় পার্কিং জোন করতে চলেছে বারাসত জেলা পুলিশ। সাধারণ বাসিন্দাদের যাতায়াত সুগম করতে স্থানীয় পুলিশ দিয়েই নো-এন্ট্রি জোন সামলানো হবে। প্রত্যেক বাসিন্দাকেই প্রমাণপত্র রাখতে হবে সঙ্গে।

 

আজ, ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে পুজো উদ্বোধন। বিগ বাজেটের একাধিক পুজোর মণ্ডপে আজ থেকেই প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। বড় পুজোগুলি উদ্বোধন হবে ১৭ ও ১৮ অক্টোবর মিলিয়ে সম্পূর্ণ হয়ে যাবে। আজ, শুক্রবার পুলিশ সুপার পুজোর গাইডলাইন প্রকাশ করবেন। বারাসত শহরে বিগ বাজেটের একাধিক কালীপুজো হয়।

 

পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে বারাসাত-মধ্যমগ্রামের প্রতিটি মণ্ডপে। দুপুর থেকেই বিভিন্ন সড়ক চলে যায় দর্শনার্থীদের দখলে। যান চলাচল সচল রাখতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে বারাসত জেলা পুলিশ। দর্শনার্থীদের ভিড় থেকে স্থানীয় বাসিন্দারা ভোগান্তি কমাতে উদ্যোগী হয়েছে বারাসত পুলিশ জেলা।

 

ভেহিকেল পাস থাকা গাড়িগুলি পার্কিংয়ের জন্য তিনটি পৃথক জায়গা করা হচ্ছে। ১১ নম্বর রেলগেট এলাকায়, হেলাবটতলা ও শেঠপুকুর, প্রাথমিকভাবে এই তিনটি জায়গাকে চিহ্নিত করে রেখেছে পুলিশ। জাতীয় সড়কে যান নিয়ন্ত্রণ করাটাই চ্যালেঞ্জ। এবার বেশ কিছু নয়া উদ্যোগ থাকছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen