TRP List: বেঙ্গল টপার ‘পরিণীতা’, দ্বিতীয়তে দিতিপ্রিয়া-জীতু! বাকিরা কে কোথায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৫:৪৫: পুজোর পরও যেন উৎসবের রেশ কাটছে না। কালীপুজো, ভাইফোঁটা এই সব কিছু মিলিয়ে এখনও শহর জুড়ে ছুটির মেজাজ। আর তার প্রভাব পড়ছে টেলিভিশনের পর্দায়। প্রতি সপ্তাহের মতো এবারও টিআরপি তালিকায় (TRP List) দেখা গেল বড়সড় পরিবর্তন। প্রায় সব জনপ্রিয় ধারাবাহিকের নম্বরই কমেছে।
তবুও চমক আছে। হারানো স্থান ফিরে না পেলেও প্রথম পাঁচে আবার নিজের জায়গা করে নিয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। তবে সবার ওপরে এখন রাজ করছে রায়ান এবং পারুলের প্রেমকাহিনি ‘পরিণীতা’। কয়েক সপ্তাহ আগেও যেখানে ধারাবাহিকটি কিছুটা পিছিয়ে ছিল, এবার ৬.৯ নম্বর পেয়ে একেবারে শীর্ষে পৌঁছে গেল।
অন্যদিকে, আগের সপ্তাহে যে ধারাবাহিকটি টিআরপির মুকুট পরে ছিল- দিতিপ্রিয়া রায় ও জীতু কমল অভিনীত ‘চিরদিনই তুমি যে আমার’- সেটি এবার দ্বিতীয় স্থানে নেমে এসেছে। গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে নম্বর, এবার তাদের স্কোর ৬.৬। নায়িকা দিতিপ্রিয়ার সাম্প্রতিক অস্ত্রোপচারের কারণে তিনি এখন বিশ্রামে, ফলে তাঁর অনুপস্থিতিই কি এই পতনের কারণ বলে গুঞ্জন।
এদিকে, স্থিতিশীল থেকেও খবরের শিরোনামে ‘ফুলকি’। সম্প্রতি শোনা গিয়েছিল, খুব শিগগিরই শেষ হতে পারে এই ধারাবাহিক। কিন্তু এখনও পর্যন্ত সেই খবরের সত্যতা পাওয়া যায়নি। বরং শেষের দিকেও দর্শকের আগ্রহ অটুট। এই সপ্তাহে ‘ফুলকি’-র প্রাপ্ত নম্বর ৬.৫, আগের মতোই তৃতীয় স্থানে।
চতুর্থ স্থানে যৌথভাবে রয়েছে দুই ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ ও ‘পরশুরাম আজকের নায়ক’। দুর্গার বিয়ের ট্র্যাক নিয়ে এখন জমজমাট ‘জগদ্ধাত্রী’-র গল্প। এই সপ্তাহে নম্বর বেড়ে ৬.৩। আর পঞ্চম স্থানে জায়গা ধরে রেখেছে ‘রাঙামতী তিরন্দাজ’, ৬.১ নম্বর নিয়ে।
সব মিলিয়ে দেখা যাচ্ছে, পুজোর মরসুমে দর্শকসংখ্যা কিছুটা কমলেও জনপ্রিয় ধারাবাহিকগুলোর লড়াই এখনও তীব্র। টিআরপি তালিকায় প্রতিটি সপ্তাহে নতুন পালাবদলই এখন বিনোদন দুনিয়ার আসল উত্তেজনা।