হ্যাটট্রিকের স্বপ্ন বনাম প্রতিশোধের তাগিদ,শিল্ড ফাইনালে সবুজ-মেরুন বনাম লাল-হলুদ, কে হাসবে শেষ হাসি?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৯:১১: IFA Shield Final 2025–এর মঞ্চে ফের জমে উঠছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই বাংলার প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ডার্বি লড়াই। শনিবার যুবভারতীর সবুজ গ্যালারি আর লাল-হলুদ- সবুজ -মেরুন সমুদ্র সাক্ষী হতে চলেছে মরশুমের তৃতীয় ডার্বির। ডার্বি মানেই ৫০-৫০ সম্ভাবনা, আর কে কখন ম্যাচ ঘুরিয়ে দেবে, তা আগে থেকে বলা কঠিন। মরশুমের শুরুতে ডুরান্ডে হারের দাগ মুছে ফেলে শিল্ডের ফাইনালে ট্রফি ছিনিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামতে চলেছে মেরিনার্সরা।
সবুজ-মেরুন শিবিরে ট্রফির ক্ষুধা স্পষ্ট। কোচ মোলিনা জানিয়ে দিয়েছেন, ডার্বিতে কোনও ভুলচুকের জায়গা নেই। তাঁর অনুরোধ, “সমর্থকেরাই ডার্বির প্রাণ। ৯০ মিনিট ওরা পাশে থাকলে আমরা নিজেদের প্রমাণ করে ট্রফি জিততে পারব।” অধিনায়ক শুভাশীষ বসু হুঙ্কারও তীব্র—“সমর্থকদের জন্যই খেলি। এ ট্রফি জেতা আমাদের কর্তব্য।” যদিও চোটের কারণে অনিশ্চিত মনবীর সিংয়ের অনুপস্থিতি চিন্তার কারণ হতে পারে। তবু মোলিনা জোর দিচ্ছেন দলগত পারফরম্যান্সে, আক্রমণাত্মক ফুটবলে বদলাতে চান আগের ফল।
অন্যদিকে লাল-হলুদ শিবিরে বাড়তি আত্মবিশ্বাস। চলতি মরশুমে ইতিমধ্যেই দু’টি ডার্বিতে জয় পেয়েছে ব্রুজ়োর দল—ডুরান্ডে সিনিয়র দল এবং কলকাতা লিগে রিজ়ার্ভ দল। তাই শিল্ড ফাইনাল হ্যাটট্রিকের সুযোগ এনে দিয়েছে অস্কার ব্রুজোর ছেলেদের। রহস্যময় আবহে টানা অনুশীলন, মিডিয়া থেকে দূরে কৌশল গোপন রেখে প্রস্তুতি নিয়েছেন কোচ। মাঝমাঠে পাসিং গেমে জোর দিয়ে, নতুন জাপানি স্ট্রাইকার হিরোশি ইবুসুকীর উপর গোলের ভার দিতে চান তিনি। ডার্বিতেই লাল-হলুদ জার্সিতে তাঁর অভিষেক হতে চলেছে।
ফাইনালের আগে সাংবাদিক সম্মেলনে এসে সহকারী কোচ বিনো জর্জ বলেন, “আমরা প্রতিপক্ষকে সমীহ করি, কিন্তু ভয় পাই না। ইস্টবেঙ্গলও সেরা দলগুলির একটি। ৩০তম ট্রফির লক্ষ্য নিয়েই মাঠে নামব।” মোহনবাগান শিবিরে সমর্থকদের ক্ষোভ থাকলেও তা মাঠে প্রভাব ফেলবে না বলেই বিশ্বাস বিনোর।
ডার্বি মানেই আবেগ। ডার্বি মানেই গ্যালারির গর্জন। একপাশে মেরিনার্সদের ট্রফি পুনরুদ্ধারের লড়াই, অন্যপাশে লাল-হলুদের হ্যাটট্রিকের স্বপ্ন। শনিবার রাতে যুবভারতীর আলোয় তাই শুধু ফুটবল নয়, দুই শিবিরের সম্মান, আবেগ আর ইতিহাসও ঝলসে উঠবে সবুজ ঘাসে। কে বাজিমাত করবে—মেরিনার্স না লাল-হলুদ—উত্তর দেবে ৯০ মিনিটের ডার্বি নাটক।