Weather Update: আজ ধনতেরস, কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে নামছে। কালী পুজোর পর থেকেই ঠান্ডার অনুভূতি আরও বাড়বে। দিনভর আকাশ পরিষ্কার থাকলেও সকালের দিকে ঠান্ডা হাওয়া বেশ ভালই টের পাওয়া যাচ্ছে।
আপাতত শুষ্ক আকাশ আর সকালের কুয়াশা মিলিয়ে শীতের আগমনের ইঙ্গিত স্পষ্ট। যদিও উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর।কলকাতাতেও সপ্তাহান্তে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন হবে। কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের পর, আলিপুর আবহাওয়া অফিস আবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
ঘূর্ণিঝড়ের কারণে সপ্তাহের শুরুতে বাংলা আবার ভিজবে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। তবে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলায় প্রবেশ করায়, সপ্তাহের শুরু থেকেই বাতাসে হালকা শীতের অনুভূতি হবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাল আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি থাকবে।