পাকিস্তানের বিমান হানায় মৃত ৩ আফগান ক্রিকেটার, প্রতিবাদে ফুঁসে উঠলেন রসিদ খানরা, ত্রিদেশীয় সিরিজ বাতিল
October 18, 2025
|
< 1 min read
Published by: Ritam

এই ‘ঘৃণ্য’ আক্রমণের প্রতিবাদে ফুঁসে উঠলেন আফগান ক্রিকেটার রশিদ খান। সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন তিনি। সেই সঙ্গে আগামী মাসে পাকিস্তানে আয়োজিত ত্রিদেশীয় টুর্নামেন্ট থেকে নামও প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান। যে টুর্নামেন্টে পাকিস্তান, আফগানিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কারও খেলার কথা ছিল।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে যে তিন ক্রিকেটারকে শনাক্ত করা হয়েছে, তাঁদের নাম কবির, সিবঘাতুল্লাহ ও হারুন। তিনজনই স্থানীয় ক্রিকেটার। জানা গিয়েছে, তাঁরা পক্তিতা প্রদেশের উর্গুন থেকে শারানা অঞ্চলে একটি প্রীতি ম্যাচে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন। সেই সময় পাক বিমান হানায় তিনজনের মৃত্যু ঘটে।