IFA Shield Final: আজ যুবভারতীতে ডার্বি, ইস্টবেঙ্গলের হ‍্যাটট্রিক, না কি মরসুমের প্রথম ট্রফি মোহনবাগানে

October 18, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৫৫: IFA Shield–এর ১২৫তম ফাইনালকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। মরসুমের তৃতীয় ডার্বি ম্যাচে আজ সন্ধ্যা ৬টায় সল্ট লেক স্টেডিয়াম-এ মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টস। সুপার কাপের আগে শিল্ড জয় আত্মবিশ্বাসের বড় রসদ হয়ে উঠতে পারে দুই শিবিরের জন্যই। ফলে আজকের ডার্বি শুধু ফাইনাল নয় এক অর্থে মরসুমের মনস্তাত্ত্বিক মোড় ঘোরানোর লড়াই।

লাল-হলুদ শিবিরের বড় ভরসা নবাগত জাপানি স্ট্রাইকার হিরোশি ইবুসুকি। অস্ট্রেলীয় লিগে খেলা এই স্ট্রাইকারকে ফাইনালের আগেই রেজিস্ট্রেশন করিয়েছে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচেই ডার্বিতে মাঠে নামতে পারেন তিনি। তাঁর উপরই ভরসা করে নতুন করে জয়ের স্বপ্ন দেখছে সমর্থকরা। অন্যদিকে সবুজ-মেরুন শিবিরেও রয়েছে পরীক্ষিত তারকা দিমিত্রি পেট্রাটোস। ইরান সফর ঘিরে কিছুদিন আগে সমর্থকদের সঙ্গে বিতর্কে জড়ালেও এবার শিল্ড জিতে সেই ক্ষত মেটানোর সুযোগ তাঁর সামনে।

দু’দলই আজ পুরো শক্তি নিয়েই মাঠে নামছে। চোট বা কার্ড সমস্যা তেমন নেই। কৌশল নির্ধারণে দুই কোচই প্রস্তুত, কিন্তু আসল কাজটা করতে হবে মাঠের ২২ জন ফুটবলারেরই। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে না এলেও সহকারী বিনো জর্জ স্পষ্ট জানিয়েছেন ৩০তম শিল্ড জয়ের লক্ষ্যে মাঠে নামছে দল। অন্যদিকে মোহনবাগান কোচ মোলিনা বলেছেন, শনিবারের এই ম্যাচ তাঁর কোচিং জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

দু’দলের সমর্থকদের উন্মাদনা এখনই চরমে। টিকিটের চাহিদা আকাশছোঁয়া। প্রিয় দলের জয় দেখার আশায় রঙিন পতাকা, ঢাক-ঢোল আর স্লোগান নিয়ে হাজির হবেন হাজারো সমর্থক। ইস্টবেঙ্গলের দলে রয়েছেন মিগুয়েল,বিপিন,রশিদ। মোহনবাগানের হয়ে নামবেন রবসন,জেমিদের মতো তারকারা।

মরসুমের প্রথম দুই ডার্বি জিতে মানসিক দিক থেকে কিছুটা এগিয়ে ইস্টবেঙ্গল। তবে ডার্বির ইতিহাস বলছে, আগের পরিসংখ্যান এখানে কখনওই ফয়সালা করে না। এই জয়ের উপরই অনেকটা নির্ভর করছে মোহনবাগান শিবিরের পরিস্থিতি সামাল দেওয়ার গল্পটাও। সব মিলিয়ে দীপাবলির আগে ফুটবলপাগল কলকাতা পেতে চলেছে এক উত্তেজনায় ভরা ডার্বি রাত। কে উড়বে রঙিন রোশনাইয়ের আলোয় লাল-হলুদ না সবুজ-মেরুন, সেটাই এখন কোটি সমর্থকের অপেক্ষার বিষয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen