কালীপুজোর ভিড় সামলাতে মেট্রো কতৃপক্ষের বড় সিদ্ধান্ত, রাত ১১টা পর্যন্ত চলবে ট্রেন

October 18, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৫৫: কলকাতা মেট্রোর ব্লু-লাইনে আসছে উৎসবের রাতে বিশেষ পরিষেবা—কালীপুজোর সন্ধ্যায় বাড়তি ভিড় সামলাতে বড় ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষ।
শহর জুড়ে কালীপুজোর উৎসব মানেই প্যান্ডেল হপিং, কালী মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় আর গভীর রাত পর্যন্ত চলতে থাকা পূজা-পার্বণ। এই পরিস্থিতিতে ভক্ত ও যাত্রীদের সুবিধার জন্য বিশেষ সিদ্ধান্ত নিল মেট্রো রেল। আগামী ২০ অক্টোবর, সোমবার কালীপুজোর রাতে মেট্রোর সময়সূচি বাড়ানো হচ্ছে—ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সাধারণত রাতে নির্দিষ্ট সময়ের পর বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। কিন্তু পুজোর ভিড় সামলাতে ওইদিন Kolkata Metro-র ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন অব্দি শেষ ট্রেন ছাড়ার সময় পিছিয়ে দেওয়া হয়েছে।

দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম শেষ ট্রেন রাত ১০টা ৫১ মিনিটে (সাধারণ সময় রাত ৯টা ২৮-এর বদলে)।
* শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর শেষ ট্রেন রাত ১১টা (সাধারণ সময় রাত ৯টা ৩৩-এর বদলে)।

এই সময়সূচি বৃদ্ধির ফলে পুজোর রাতে যাত্রীরা আরও দেরি পর্যন্ত নির্ভয়ে যাতায়াত করতে পারবেন।

পুজোর রাতে মোট ১৪৪টি মেট্রো পরিষেবা (উভয় দিক মিলিয়ে ৭২টি করে) চালানো হবে। যদিও সাধারণ সপ্তাহের দিনের তুলনায় পরিষেবা কিছুটা কম থাকবে, তবে রাতের জন্য বিশেষভাবে এই সময়সূচি তৈরি করা হয়েছে যাতে ভিড় নিয়ন্ত্রণ ও যাত্রী সুরক্ষা নিশ্চিত করা যায়।

এছাড়া কালীঘাট মন্দির ও দক্ষিণেশ্বর মন্দির এই দুই ধর্মীয় কেন্দ্রকে কেন্দ্র করে যেহেতু সর্বাধিক ভিড় হয়, তাই এই স্টেশনগুলিতে অতিরিক্ত কর্মী ও নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

প্রতিবছর কালীপুজোর রাতে শহরের রাস্তায় ব্যাপক যানজট হয়। অসংখ্য মানুষ প্যান্ডেল ও মন্দিরে যান রাতভর। এই পরিস্থিতিতে বিশেষ রাতের মেট্রো চালু হওয়ায় যাত্রীদের জন্য এক বড় স্বস্তির খবর এটি। এতে যেমন ভিড় সামলানো সহজ হবে, তেমনি ভক্তরা নির্ভয়ে রাতে বাড়ি ফিরতে পারবেন।

যাত্রীদের অনেকেই জানিয়েছেন, পুজোর সময়ে বাড়তি মেট্রো পরিষেবা শহরের পরিবহণে গতি আনবে, আর উৎসবের আনন্দে বাধা পড়বে না।

এই উদ্যোগ শহরের অন্যতম জনপ্রিয় উৎসবকে ঘিরে ভিড় ও যানজট কমাতে কার্যকরী ভূমিকা নেবে বলেই আশা কর্তৃপক্ষের। কালীপুজোর রাতে তাই নীল লাইনের এই বিশেষ মেট্রো পরিষেবা হয়ে উঠতে চলেছে বহু মানুষের যাতায়াতের নির্ভরযোগ্য মাধ্যম।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen