পাকিস্তানি সেনাদের পরিত্যক্ত পোশাক নিয়ে ‘প্যারে‌ড’ তালিবানদের, অস্বস্তিতে ইসলামাবাদ

October 18, 2025 | 2 min read
Published by: Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩৭: আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে তীব্র সংঘর্ষের পর আফগানিস্তানের তালিবান যোদ্ধাদের এক ভিডিওতে দেখা গেছে, তারা পাকিস্তানি সেনাদের পরিত্যক্ত পোশাক বিশেষ করে প্যান্ট প্রদর্শন করছে। এই ঘটনার কারণে পাকিস্তানের সামরিক বাহিনী কিছুটা বিব্রত অবস্থায় পড়েছে। সংঘর্ষের পর দুই দেশই ৪৮ ঘণ্টার জন্য অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছে। তবে পাকিস্তান ও আফগানিস্তান উভয় পক্ষই যুদ্ধবিরতির দাবি অন্যের দিকে ঝুঁকিয়েছে।

ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার দুপুর ১টা (জিএমটি) থেকে ৪৮ ঘণ্টার জন্য অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে, যা আফগানিস্তানের অনুরোধে এসেছে। অন্যদিকে তালিবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তানি পক্ষের “জোর দেওয়াতেই” যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তিনি আরও বলেছেন, তালিবান বাহিনী নির্দেশ পেয়েছে যুদ্ধবিরতি মানার, তবে শুধু যদি অপর পক্ষ আগ্রাসন পুনরায় শুরু না করে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভোল্কার টার্ক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে উভয় পক্ষকে “নাগরিকদের ক্ষতি এড়াতে এবং স্থায়ী যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিতে” আহ্বান জানান। বুধবারের সংঘর্ষ ছিল ২০২১ সালে তালেবান কাবুল দখলের পর থেকে দুই ইসলামী দেশের মধ্যে সবচেয়ে তীব্র। পাকিস্তান অভিযোগ করেছিল, আফগানিস্তান তাদের আঞ্চলিক উপনির্মাতাদের আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানে হামলা বাড়িয়েছে। তবে তালেবান এই অভিযোগ অস্বীকার করেছে এবং পাকিস্তানকে আফগানিস্তানের বিরুদ্ধে মিথ্যাচার ছড়ানোর ও আইএসআইএস-সংক্রান্ত দুষ্কৃতিকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগ করেছে।

সংঘর্ষের সময় আফগান তালেবান জানিয়েছে, স্পিন বোলদক এলাকায় পাকিস্তানি সেনাদের হামলায় তারা ১২ জনের বেশি নিহত ও শতাধিক আহত হয়েছে। পাকিস্তান এই হামলার অভিযোগ অস্বীকার করে বলে, চামান এলাকায় মাত্র চারজন আহত হয়েছেন।

সংঘর্ষের পর আফগানিস্তানে উদযাপন দেখা গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তালেবান যোদ্ধারা পাকিস্তানি সেনাদের পরিত্যক্ত ট্যাঙ্ক, অস্ত্রশস্ত্র এবং পোশাক নিয়ে উদযাপন করছেন। বিশেষ করে পাকিস্তানি সেনাদের প্যান্ট হাতে তুলে ধরে তালেবান যোদ্ধাদের ছবি বেশ ভাইরাল হয়েছে।

মানবিক সাহায্যকারী সংস্থা ইমার্জেন্সি এনজিও কাবুলে একটি সার্জিক্যাল কেন্দ্র চালায়। সংস্থার দেশের পরিচালক ডেজান প্যানিক জানিয়েছেন, তারা পাঁচ মৃত ও ৩৫ আহতকে হাসপাতালে ভর্তি করেছে। আহতদের মধ্যে অনেকেই শারপেল, চাপপ্রাপ্ত আঘাত ও দগ্ধ হয়েছেন।

পাকিস্তানি সীমান্ত কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে এবং অতিরিক্ত পারামিলিটার টহল মোতায়েন করা হয়েছে যাতে সম্ভাব্য আগ্রাসন বা সন্ত্রাসী কার্যকলাপ রোধ করা যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen