শান্তির ছলে ষড়যন্ত্র? ইউরোপে পুতিনকে ডেকে গ্রেপ্তারের ছক ট্রাম্পের!

October 18, 2025 | 2 min read
Published by: Proteem Basak

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০০: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সাড়ে তিন বছর পেরিয়ে গেলেও এখনও ফেরে নি শান্তি। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) নতুন পদক্ষেপ ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র আলোড়ন। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) আমন্ত্রণ জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশ হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে শান্তি আলোচনার জন্য। কিন্তু যেখানে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে, সেখানে এই আমন্ত্রণকে ঘিরে উঠছে বড়সড় ষড়যন্ত্রের প্রশ্ন।

১৬ অক্টোবর ট্রাম্প ও পুতিনের দীর্ঘ ফোনালাপের পর ট্রাম্প সোশাল মিডিয়ায় ঘোষণা করেন, হতাশাজনক যুদ্ধ শেষ করতে শীঘ্রই বুদাপেস্টে সাক্ষাৎ হতে চলেছে। ক্রেমলিন সূত্রে জানা গেছে, এই প্রস্তাব ট্রাম্পই দিয়েছেন এবং পুতিন তা গ্রহণ করেছেন। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আর্বন এই বৈঠককে ‘শান্তিপ্রেমীদের জন্য অসাধারণ খবর’ বলে অভিহিত করেছেন।

তবে বিশ্লেষকরা বলছেন, এই বৈঠকের পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্রের ছায়া। ২০২৩ সালের মার্চে আইসিসি পুতিনের বিরুদ্ধে ইউক্রেনের (Ukraine) শিশু অপহরণের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। হাঙ্গেরি আইসিসির সদস্য দেশ হওয়ায়, পুতিন সেখানে গেলে তাকে গ্রেপ্তার করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। যদিও হাঙ্গেরি (Hungary) ২০২৬ সালের জুনে আইসিসি (ICC) থেকে সরে যাওয়ার পরিকল্পনা করেছে, ততদিন পর্যন্ত তারা এই দায়িত্ব এড়াতে পারবে না।

হাঙ্গেরির বিদেশমন্ত্রী অবশ্য জানিয়েছেন, “আমরা পুতিনকে সম্মানের সঙ্গে অভ্যর্থনা জানাব। এবং তাঁর সমস্তরকম নিরাপত্তা নিশ্চিত করব।” তবে জার্মানি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, “হাঙ্গেরির উচিত আইসিসির নির্দেশ যথাযথভাবে পালন করা।” কিন্তু জার্মানি স্পষ্টভাবে বলেছে, “হাঙ্গেরির উচিত আইসিসির নির্দেশ যথাযথভাবে পালন করা।”

এদিকে, পুতিনের ইউরোপ যাত্রা নিজেই হয়ে উঠতে পারে বিপজ্জনক। রাশিয়া (Russia) থেকে হাঙ্গেরি যেতে হলে তাঁকে পোল্যান্ড, রোমানিয়া বা স্লোভাকিয়ার মতো আইসিসি সদস্য দেশগুলির উপর দিয়ে যেতে হবে, যেখানে গ্রেপ্তারের ঝুঁকি রয়েছে। বিকল্প পথে গেলে সার্বিয়া বা ইউক্রেনের মধ্য দিয়ে যেতে হবে, যা আরও অনিশ্চিত।

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কেউ বলছেন, পুরোটাই ট্রাম্পের সাজানো ফাঁদ। তিনি পুতিনকে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এনে আইসিসিকে পদক্ষেপ নিতে বাধ্য করছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen