IFA Shield 2025: ২২ বছর পর! টাইব্রেকারে ইস্টবেঙ্গলকে ৫-৪ গোলে হারিয়ে শিল্ড ঘরে তুলল মোহনবাগান

October 18, 2025 | 2 min read

Authored By:

Proteem Basak Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০: IFA Shield 2025 Final-এ ফের ডার্বিতে বাজিমাত করল Mohun Bagan Super Giant। মরসুমের প্রথম দুটি ডার্বি হারের পর ফাইনালে প্রতিপক্ষ East Bengal FC-কে টাইব্রেকারে হারিয়ে শিল্ড জিতল সবুজ-মেরুন। পিছিয়ে পড়েও যে লড়াই থামে না, সেটাই দেখাল হোসে মোলিনার দল। প্রথমার্ধে যেমন লাল-হলুদরা খেলায় দাপট দেখালেও শেষ হাসি হাসল বাগান।

শনিবার সন্ধ্যায় যুবভারতীতে ডার্বির আবহে ম্যাচের শুরুটা ছিল কিছুটা ধীর গতির। দুই দলই আক্রমণ সাজাতে ব্যস্ত ছিল। প্রথম ১৫ মিনিটে সুযোগ পেয়েছিলেন লিস্টন কোলাসো। কিন্তু ইস্টবেঙ্গলের রক্ষণভাগে ধাক্কা দিতে পারেননি। এরপর থেকেই আক্রমণের লাগাম চলে যায় অস্কার ব্রুজ়োর দলের হাতে। ছোট ছোট পাসে আক্রমণ গড়ে বাগানের রক্ষণে চাপ তৈরি করতে থাকে লাল-হলুদরা। অন্যদিকে বাগানের বিদেশি জুটি জেসন কামিংস ও জেমি ম্যাকলারেন একেবারেই ব্যর্থ।

৩৩ মিনিটে ফাউলের সুবাদে পেনাল্টি পায় মোহনবাগান। কিন্তু কামিংসের শট বার ছুঁয়ে উড়ে গেলে হাতছাড়া হয় সহজ সুযোগ। এর পরেই ম্যাচের রঙ বদলাতে শুরু করে। ৩৫ মিনিটে মহেশ নাওরেম সিংহের দুরন্ত দৌড় ও নিখুঁত ক্রস থেকে গোল করেন হামিদ। সমর্থকদের উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারি।

তবু বিরতির ঠিক আগে সাহাল আব্দুল সামাদের একক দক্ষতায় সমতা ফেরায় বাগান। তাঁর পাস থেকে বল পেয়ে আপুইয়ার জোরালো শটে গোললাইন অতিক্রম করে বল। ১-১ স্কোরে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে কামিংসের বদলে মাঠে নামানো হয় রবসন রোবিনহোকে। খেলায় গতি ফেরে। উভয় দলই একাধিক সুযোগ তৈরি করে। বদলি হিরোশির দুর্দান্ত হেড রুখে দেন গোলরক্ষক বিশাল কাইথ। অন্যদিকে শেষ মুহূর্তে রবসনের ফ্রি কিক থেকে মেহতাবের হেড আটকে দেন প্রভসুখন।

অতিরিক্ত সময়েও গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। স্নায়ুচাপের মুহূর্তে বাগানের খেলোয়াড়রা দেখাল মানসিক দৃঢ়তা। ঠান্ডা মাথায় শট নিয়ে ট্রফি জিতে নেয় তারা।

এই জয় শুধু একটি শিল্ড জয় নয়—এটা আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও লড়াই। মরসুমে প্রথম বড় ট্রফি জিতে নতুন উদ্যমে এগোতে পারবে সবুজ-মেরুন শিবির। অন্যদিকে, দাপট দেখিয়েও গোলের অভাবে মাথা নিচু করে মাঠ ছাড়তে হল ইস্টবেঙ্গলকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen