SIR নিয়ে চড়ছে রাজনৈতিক পারদ, বাংলার বাড়ি বাড়ি সাংগঠনিক সমীক্ষার হুঁশিয়ারি তৃণমূল সাংসদের

October 18, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৩০: SIR (Status Information Review) নিয়ে রাজ্যে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এই প্রক্রিয়ায় বৈধ ভোটারদের নাম বাদ যাওয়ার আশঙ্কা ঘিরে সরব হয়েছেন বারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক (Partha Bhowmick)। শনিবার নৈহাটির (Naihati) এক অনুষ্ঠানের পর তিনি জানান, তৃণমূল শুধু আইনি পথে নয়, সাংগঠনিক স্তরেও সক্রিয়ভাবে বিষয়টি মোকাবিলা করবে।

তৃণমূলের (TMC) পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাগজপত্র খতিয়ে দেখবেন। যদি কোনও সমস্যা থাকে, তা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এই সমীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে, কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না পড়ে।

এদিন ভাটপাড়ায় বিজেপি (BJP) ও হিন্দু জাগরণ মঞ্চের একাধিক নেতা-কর্মী তৃণমূলে যোগ দেন। তাঁদের মধ্যে ছিলেন মুকেশ যাদব, আকাশ সাউ, দীপক প্রসাদ এবং হংসরাজ সিং। উপস্থিত ছিলেন বিধায়ক সুবোধ অধিকারী, সোমনাথ শ্যাম ও সনৎ দে। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন পার্থ ভৌমিক। এই যোগদানকে ছাব্বিশের লোকসভা ভোটের আগে বারাকপুর অঞ্চলে তৃণমূলের শক্তিবৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে।

পার্থ ভৌমিক SIR নিয়ে প্রশ্ন তোলেন, কেন এই প্রক্রিয়া সারা দেশে একসঙ্গে নয়, বরং নির্বাচনের আগে নির্দিষ্ট রাজ্যেই চালু হচ্ছে। তিনি দাবি করেন, বিজেপি নেতারা আগেই বলছেন কত কোটি নাম বাদ যাবে, যা নির্বাচন কমিশনের (Election Commission of india) কাজ। এই অবস্থায় কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

তৃণমূল সূত্রে জানা গেছে, ছাব্বিশের ভোটে (2026 Election) SIR ইস্যুতে দল জোরালো প্রচার চালাবে। শাসকদলের মতে, এই প্রক্রিয়া ভোটারদের অধিকার হরণ করতে পারে, তাই তা প্রতিহত করতে সাংগঠনিকভাবে প্রস্তুত তৃণমূল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen