আজ ডনের দেশে নামছে ভারত, আন্তর্জাতিক ক্রিকেটে ‘রো-কো’ জুটির কামব্যাকের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ৮.৩৫: আজ, রবিবার থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া এক দিনের সিরিজ। অস্ট্রেলিয়া সফরের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। সাত মাস পর ময়দানে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। ‘রো-কো’ জুটির প্রত্যাবর্তনের উন্মাদনায় ফুটছে পার্থ।
ওয়ান ডে ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে অধিনায়ক শুভমান গিলের অভিষেক হচ্ছে আজ। অপ্টাস স্টেডিয়ামে রোহিতের সঙ্গে তিনিই ওপেন করবেন। তিনে বিরাট। তারপর শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, নীতীশ রেড্ডি। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং এবং হর্ষিত রানা।
অন্যদিকে অজিদের নেতৃত্বে থাকবে মিচেল মার্শ। অস্ট্রেলিয়ার শক্তি পেসার মিচেল স্টার্ক ও জস হ্যাজলউড। ব্যাটিংয়ে তেমন শক্তি নেই। ওপেনিংয়ে ট্রাভিস হেড, মিডল অর্ডারে মার্নাস লাবুশানে আছেন। ম্যাট রেনশ ও মিচ ওয়েনের অভিষেক হবে। অভিজ্ঞতার নিরিখে এগিয়ে টিম ইন্ডিয়া। খেলা শুরু সকাল ৯টায়। সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টসে।