LIVE IND Vs Aus: ৩ ম্যাচের সিরিজে ১-০ লিড নিলো অস্ট্রেলিয়া

October 19, 2025 | 2 min read

Authored By:

Raj Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,৯.২৫: শুরু হল ভারত-অস্ট্রেলিয়া এক দিনের সিরিজ। অস্ট্রেলিয়া সফরের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা।

ওয়ান ডে ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে অধিনায়ক শুভমান গিলের অভিষেক ম্যাচ। অপ্টাস স্টেডিয়ামে শেষ হাসি হাসবে কে?

দেখুন প্রতি মুহূর্তের লাইভ আপডেট

১৬:৪০: ৭ উইকেটে ভারতকে হারালো অস্ট্রেলিয়া

১৬:৩৭: অর্শদীপের বলে বাউন্ডারি হাঁকালেন মার্শ, ৪ রান প্রয়োজন অজিদের

১৬.৩৩: ২০ ওভার শেষে ১২১-এ অস্ট্রেলিয়া, ৩৬ বলে দরকার ১০ রান

১৬.৩০: ১৯ ওভার শেষে ১১৭-এ অস্ট্রেলিয়া, ৪২ বলে দরকার ১৪ রান

১৬.২৭: অর্শদীপের বলে ছয় রেনশর, ৪৬ বলে ১৫ প্রয়োজন অস্ট্রেলিয়ার

১৬.২৫: ১৮ ওভার শেষে অস্ট্রেলিয়া ৩ উইকেট খুইয়ে ১১০, ৪৮ বলে দরকার ২১ রান

১৬.২২: বাউন্ডারির কাছে মিচেল মার্শের ছয় রুখলেন মহম্মদ সিরাজ

১৬.২০: ১৭ ওভার শেষে অজিদের স্কোর ১০২/৩

১৬.১২: ৩৭ রান করে ওয়াশিংটন সুন্দরের বলে আউট যশ ফিলিপ। স্কোর ৯৯/৩

১৬.১০: ১৫ ওভার শেষে অজিদের স্কোর ৯৪/২

১৫.৫৪: ১১ ওভার শেষে স্কোর ৬২/২

১৫.৪৮: পঞ্চাশ রান পূর্ণ করল অস্ট্রেলিয়া। ১০ ওভার শেষে স্কোর ৫৫/২

১৫.৩৯: ৮ রান বানিয়ে অক্ষর প্যাটেলের শিকার ম্যাথিউ শর্ট

১৫.৩০: ভালোভাবে শুরু হলোনা হর্ষিত রানার প্রথম ওভার, দিলেন ৯ রান। ৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩৮/১

১৪.৪৫: ১৩৬ রানে শেষ হলো প্রথম ইনিংস

১৪.৪০: বল না খেলেই রান আউট অৰ্শদীপ সিং, ভারতের স্কোর ১২৪/৯

১৪.৪০: ৬ রান করে আউট হর্ষিত রানা, ভারতের স্কোর ১২৩/৬

১৪.৩৪: ৩৮ রান করে আউট কে এল রাহুল, ভারতের স্কোর ১২১/৭

১৪.৩৪: ২৪ ওভার শেষে স্কোর ১১৮/৬

১৪.৩২: আউট ওয়াশিংটন, ১১৫/৬ ভারতের স্কোর

১৪.২৫: ২২ ওভার শেষে ভারতের স্কোর ১০৬/৫

১৪.১৫: ৩১ রান করে আউট অক্ষর প্যাটেল, ২০ ওভার শেষে ভারতের স্কোর ৮৪/৫

১৩.৫৫: খেলা শুরু আবার, ওভার কমিয়ে আনা হলো ২৬ এ

১৩.০০: আরও কমানো হল ওভার সংখ্যা। দুই দল ৩২ ওভারের ইনিংস খেলবে।

১২.২৫: ১১ রান করে হেজেলউডের শিকার হলেন সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার

১২.১২: খেলা শুরু হল। ওভার সংখ্যা কমিয়ে আনা হল ৩৫-এ।

১০.১০: বৃষ্টির কারণে আবার বন্ধ ম্যাচ, ১১.৫ ওভারে ভারতের স্কোর ৩৭/৩

১০.০১: পাওয়ারপ্লের শেষে ১০ ওভারে ভারতের স্কোর ২৭/৩

৯.৫৫: বৃষ্টির কারণে ৫০ ওভারের বদলে ৪৯ ওভারের ম্যাচ হবে

৯.৫৫: ৯ ওভার শেষে ভারতের স্কোর ২৫/৩

৯.৪২: বৃষ্টির কারণে বন্ধ ম্যাচ, ভারতের স্কোর ২৫/৩, ৮.৫ ওভারের পর

৯.৩৯: ১০ রান করে আউট হলেন অধিনায়ক গিল

৯.৩৭: ৮ ওভার শেষে ভারতের স্কোর ২৫/২

৯.২৯: ৮ বলে শূন্য করে আউট হলেন কোহলি

৮ রান করে আউট রোহিত। নামলেন কোহলি, ভারত ১৩/১

টস হারলেন শুভমন। প্রথমে বল করবেন অজিরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen