রাজপথে জনতা! ট্রাম্পের বিরুদ্ধে ফের ‘নো কিংস’ স্লোগান মার্কিন মুলুকে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.৩০: শুল্কনীতির গেরোয় নানা দেশের সঙ্গে সম্পর্কের সমীকরণ বদলে ফেলেছেন ট্রাম্প, অবৈধ অভিবাসী তাড়ানো, ভিসানীতির বদল, দেশব্যাপী শাট ডাউন- ট্রাম্পের (Donald Trump) দ্বিতীয় মেয়াদ মোটেই সুখকর হচ্ছে না। দেশবাসীরাও তাঁর বিরুদ্ধে পথে নামছেন। আমেরিকার রাজপথে নেমে হাজার হাজার মানুষ প্রতিবাদ কর্মসূচি পালন করলেন। স্লোগান উঠল, ‘নো কিংস’। এর আগেও ট্রাম্পের বিরুদ্ধে এমন তীব্র প্রতিবাদ দেখা গিয়েছে মার্কিন মুলুকে। তার পুনরাবৃত্তি ঘটেছে শনিবার।
চলতি বছরের জুনে প্রেসিডেন্টের জন্মদিনে ‘নো কিংস’, ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘সংবিধান বাঁচাও’ স্লোগান উঠেছিল আমেরিকায়। ট্রাম্পের মাথা ব্যথার কারণ হয়ে সেই প্রতিবাদ ফের মাথাচাড়া দিচ্ছে। শনিবার প্রায় ৭০ লক্ষেরও বেশি মানুষ পথে নেমেছিলেন। তাঁদের দাবি, প্রেসিডেন্টের বহু নীতিই তাঁদের পছন্দ নয়। এত বিপুল জমায়েত ট্রাম্পের অস্বস্তি বাড়িয়েছে।
আটলান্টা, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকোর মিছিলগুলিতে তিল ধারণের জায়গা ছিল না। নিউ ইয়র্কেই লক্ষাধিক মানুষের জমায়েত হয়েছিল। আমেরিকার পতাকা হাতে নিয়ে মিছিল থেকে মার্কিন ওঠে, ‘নো মোর ট্রাম্প।’ অর্থাৎ আর নয় ট্রাম্প। রিপাবলিকানরা প্রতিবাদ মিছিলকে ‘হেট আমেরিকা র্যালি’ বলে আখ্যা দিয়েছেন। যদিও প্রতিবাদীরা দমার পাত্র নন। আগামীদিনে আরও বড় আকার ধারণ করতে পারে ট্রাম্প বিরোধী ক্ষোভ।