দিল্লিতে ফাটানো যাবে না বাজি? কী জানালো সুপ্রিম কোর্ট?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.৪০: দীপাবলির প্রাক্কালে দিল্লির বাতাসে ফের বিষের ছোবল। রবিবারও রাজধানীর বাতাসের মান ‘খারাপ’ পর্যায়ে রেকর্ড করা হয়েছে, টানা ষষ্ঠ দিনের জন্য হাওয়ার অবস্থা একরকম খারাপ। এই পরিস্থিতিতেই সবুজ বাজি ব্যবহারের ওপর সুপ্রিম কোর্টের শর্তসাপেক্ষ অনুমতি নিয়ে তৈরি হয়েছে জটিল পরিস্থিতি।
শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, দিল্লি-এনসিআরে সবুজ বাজি বিক্রি ও ফাটানোর অনুমতি শুধুমাত্র একটি ‘পরীক্ষামূলক পদক্ষেপ’ হিসেবে দেওয়া হয়েছে। এটি কঠোর নিয়ম মেনেই কার্যকর করা হবে। কেবল ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (NEIRC) অনুমোদিত সবুজ বাজিই ব্যবহার করা যাবে। ‘লড়ি’ বাজি সম্পূর্ণ নিষিদ্ধ এবং অনুমোদিত সব বাজিতে কিউআর কোড থাকা বাধ্যতামূলক।
আদালতের নির্দেশ অনুযায়ী, মাত্র তিন দিনের জন্য, ১৮ থেকে ২০শে অক্টোবর পর্যন্ত সবুজ বাজি বিক্রি করা যাবে। সেগুলি ফাটানো যাবে শুধুমাত্র ১৯ ও ২০শে অক্টোবর সকাল ৬টা থেকে ৭টা এবং রাত ৮টা থেকে ১০টার মধ্যে।
দিল্লি পুলিশ-সহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত পেট্রোলিং দল নজরদারি চালাবে যাতে শুধুমাত্র অনুমোদিত সময়ে ও নিয়ম মেনেই বাজি ফাটানো হয়। সকল থানাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ করে যেসব এলাকায় পূর্বে নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটেছে।
পুলিশের তরফে স্পষ্ট করে বলা হয়েছে, নিয়ম ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিষিদ্ধ বাজি বিক্রি বা ব্যবহারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি। দীপাবলিতে মেতে উঠতে গিয়ে যেন পরিবেশের আরও ক্ষতি না হয়, সেই চেষ্টাই করছে প্রশাসন।