স্মরণীয় Comeback হল না রোহিত, কোহলির! অস্ট্রেলিয়ার টার্গেট ১৩১
October 19, 2025
|
< 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: পার্থে চলল রোদ-বৃষ্টির লুকোচুরি। নয় উইকেট হারিয়ে ১৩৬ রান তুললেন শুভমনরা। রবিবার বৃষ্টির কারণে বারে বারে খেলা বিঘ্নিত হয়। সংক্ষিপ্ত করে ম্যাচ নামিয়ে আনা হয় ২৬ ওভারে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচের নিয়মে জয়ের জন্য স্টার্কদের ১৩১ রান করতে হবে।
রবিবার থেকে শুরু হল ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজ। রো-কো জুটির প্রত্যাবর্তন দেখার অপেক্ষায় ছিল ক্রিকেট বিশ্ব। কিন্তু পারলেন না রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুই ব্যাটার মিলে মোট ২২ বল খেললেন। রোহিত ১৪ বলে ৮ রান করলেন। কোহলির করলেন ৮ বলে শূন্য।
শেষ মুহূর্তে দলকে টানলেন নীতীশ। তাঁর জোড়া ছক্কার দৌলতে ১৩০ রানের গন্ডি পেরোলো ভারত। তিনি অপরাজিত থাকলেন ১৯ রানে। রাহুল করেন ৩৮ রান। ৩১ রান করেন অক্ষর।