IND vs AUS: সিরিজের প্রথম ম্যাচ ভারতের হাত থেকে ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া

October 19, 2025 | 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩০:  বৃষ্টি-বিঘ্নিত প্রথম একদিনের ম্যাচে রোববার অস্ট্রেলিয়ার কাছে সাত উইকেটে হেরে গেল ভারত। বিরাট কোহলি ও রোহিত শর্মার প্রত্যাবর্তন যে দীর্ঘস্থায়ী হয়নি, তা স্পষ্ট, কারণ দু’জনের ব্যাটে মিলল মাত্র ২২ বলের ইনিংস, আর ভারতের ব্যাটিং ধসে পড়েছিল শুরু থেকেই।

বৃষ্টির কারণে ম্যাচটি কমে দাঁড়ায় ২৬ ওভারে। টসে জিতে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ওভারে তোলে মাত্র ১৩৬ রান, ৯ উইকেট হারিয়ে। পরে ডাকওয়ার্থ-লুইস নিয়মে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ১৩১। সেই রান তারা তুলে ফেলে ২১.১ ওভারে, হারায় মাত্র তিন উইকেট।

অস্ট্রেলিয়ার ইনিংস শুরুতেই কিছুটা চাপের মুখে পড়ে। ট্রাভিস হেডকে ডিপ থার্ডম্যানে দুর্দান্ত ক্যাচে ধরেন হর্ষিত রানা, বলটি ছিল অর্শদীপ সিংয়ের। কিছুক্ষণ পর ম্যাথিউ শর্টও আউট হয়ে ফেরেন। কিন্তু এরপর থেকেই অস্ট্রেলিয়ার পাল্লা ভারি হতে শুরু করে।

মিচেল মার্শ অনবদ্য ইনিংস খেলেন। ৫২ বলে অপরাজিত ৪৬ রান। তাঁর সঙ্গে জশ ফিলিপ গড়েন গুরুত্বপূর্ণ ৫৫ রানের জুটি। ফিলিপের ২৯ বলে ৩৭ রানের ইনিংস ম্যাচের গতিপথ ঘুরিয়ে দেয়।

ভারতের পেস আক্রমণ – অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ ও হর্ষিত রানা – ধারাবাহিকভাবে লাইন-লেংথ ধরে রাখতে ব্যর্থ হন। সুযোগ কাজে লাগিয়ে অজি অধিনায়ক মার্শ তিনজনকেই ছক্কায় বিদ্ধ করেন। বিশেষ করে সিরাজের বলে কভারের ওপর দিয়ে মারা তাঁর ইনসাইড-আউট ছয়টি ছিল চোখ ধাঁধানো।

অস্ট্রেলিয়ার জয় এল মার্শের স্থির ব্যাটিং ও জুটির ভিত্তিতে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অজিরা।

অন্যদিকে, সিনিয়র খেলোয়াড়দের ব্যর্থতা নিয়ে চিন্তা বাড়ছে ভারতীয় শিবিরে। কোহলি ও রোহিতকে এখন অ্যাডিলেড ও সিডনির পরের দুই ম্যাচে নিজের ছন্দে ফিরতেই হবে, না হলে দলে জায়গা ধরে রাখা কঠিন হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen