এক মাস অতিক্রান্ত, জুবিন গার্গের মৃত্যুর বিচারের আশায় ভক্তরা

October 19, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩০: জুবিন গার্গের (Zubeen Garg) মৃত্যুর এক মাস পেরিয়ে গেলেও শোকের আবহ এখনো কাটেনি অসম জুড়ে। রাজ্যের সাংস্কৃতিক আইকনকে হারানোর বেদনায় আজও কাঁদছেন মানুষ। প্রিয় সঙ্গীতশিল্পীর শেষ মুহূর্তগুলির রহস্য উদঘাটনের দাবি জোরালো হচ্ছে সর্বত্র।

গত ১৯শে সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রস্নানের সময় মৃত্যু হয় জুবিন গার্গের। কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা জানার অপেক্ষায় রয়েছেন তাঁর পরিবার এবং অগণিত ভক্ত। শিল্পীর স্ত্রী গরিমা গার্গ জানিয়েছেন, পরিবার-সহ সমগ্র অসমের মানুষ এখনো জানতে চান জুবিনের শেষ মুহূর্তে কী ঘটেছিল। তবে তিনি আশাবাদী যে আইনব্যবস্থা সত্যিটা একদিন উন্মোচিত করবে।

শনিবার সকাল থেকেই গুয়াহাটি শহরের উপকণ্ঠ সোনাপুরে জুবিনের দাহস্থলে ভিড় জমান শত-শত মানুষ। ফুল, প্রদীপ ও অশ্রুসিক্ত শ্রদ্ধায় তাঁকে স্মরণ করেন ভক্তরা। কেউ গান গেয়ে, কেউ নীরব প্রার্থনায় জানালেন তাঁদের ভালোবাসা ও শ্রদ্ধা।

এই দিন জুবিনের কাহিলিপাড়া এলাকার বাসভবন ও জু রোডের স্টুডিওতেও ভিড় ছিল চোখে পড়ার মতো। পরিবার, সহকর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ীরা সেখানে গিয়ে তাঁকে স্মরণ করেন। কারও কণ্ঠে তাঁর গান, কারও চোখে অশ্রু, পুরো রাজ্য যেন এখনও বিশ্বাস করতে পারছে না প্রিয় জুবিনের না থাকা।

এদিকে, গায়কের মৃত্যুর তদন্তে রাজ্য পুলিশের সিআইডি ১০ সদস্যের বিশেষ তদন্তকারী দল কাজ শুরু করেছে। ইতিমধ্যেই এই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, মৃত্যুর আসল কারণ ও ঘটনার পূর্ণ বিবরণ জানতে সিঙ্গাপুর কর্তৃপক্ষের সহযোগিতাও নেওয়া হচ্ছে।

অসমের মানুষের কাছে শুধু একজন গায়ক নয়, জুবিন গার্গ ছিলেন এক আবেগ, এক প্রেরণা। তাঁর কণ্ঠের মতোই চিরজীবী হয়ে থাকবে তাঁর স্মৃতি, তাঁর গান, তাঁর ভালোবাসা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen