বিদ্যাসাগরের নামে নামকরণ হল অযোধ্যা পাহাড়ে আবিষ্কৃত নতুন উদ্ভিদ প্রজাতির

October 19, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০:  মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar) গবেষকরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে এক নতুন উদ্ভিদ প্রজাতির সন্ধান পেয়েছেন, যা দেশের বৈজ্ঞানিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মহান সমাজসংস্কারক ও শিক্ষাবিদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (Ishwar Chandra Vidyasagar) নামাঙ্কিত এই উদ্ভিদটির নাম রাখা হয়েছে সোলেনোস্টোমা (সাব-জেনাস প্লেকটোকোলিয়া) বিদ্যাসাগারিয়েন্সিস [Solenostoma (subg. Plectocolea) vidyasagariensis]।

সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকা ফাইটোটাক্সাতে এই নতুন প্রজাতির আবিষ্কারটি প্রকাশিত হয়েছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের প্রধান অধ্যাপক অমল কুমার মণ্ডল জানিয়েছেন যে, প্রায় এক বছর আগে তাঁরা অযোধ্যা পাহাড়ে উদ্ভিদটি খুঁজে পান। পরে বিশদ গবেষণায় বুঝতে পারেন, এটি আগে কখনও বৈজ্ঞানিকভাবে নথিভুক্ত হয়নি। এরপর আমরা নিউজিল্যান্ডভিত্তিক এই জার্নালে এটি নতুন প্রজাতি হিসেবে প্রকাশের জন্য আবেদন করি।”

এই আবিষ্কারের কৃতিত্ব ভাগ করে নিয়েছেন অধ্যাপক অমল কুমার মণ্ডল, গবেষক শেখ রশিদুল ইসলাম এবং আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক গার্ডেনের যুগ্ম পরিচালক দেবেন্দ্র সিং।

গবেষকরা জানান, সাধারণত নতুন উদ্ভিদ প্রজাতি আবিষ্কারকারীরা নিজেদের নামেই প্রজাতির নামকরণ করেন। তবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই দলটি সিদ্ধান্ত নেয়, বাংলার মহান শিক্ষাবিদ ও সমাজসংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামেই এই উদ্ভিদটির নাম রাখা হবে, যাতে তাঁর স্মৃতি ও অবদান বৈজ্ঞানিক জগতে অমলিন থাকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen