মাঝ আকাশে বড়সড় দুর্ঘটনার কবলে বোয়িং ৭৩৭ বিমান!

October 20, 2025 | < 1 min read
Published by: Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৫৮: ফের বড়সড় দুর্ঘটনার কবলে বোয়িং। মাঝ আকাশে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল ডেনভার থেকে লস অ্যাঞ্জেলেস রওনা দেওয়া বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ বিমান। উড়ানের সময়ই ফেটে যায় বিমানের উইন্ডশিল্ড! গুরুতর আহত হন পাইলট। যদিও শেষমেশ সুরক্ষিত সব যাত্রীসহ অবতরণ করে বিমানটি। কিন্তু মাঝ আকাশে এত বড় ঘটনা ঘটে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে স্বাভাবিকভাবেই।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। ইউনাইটেড এয়ারলাইন্সের ওই বিমানটিতে ১৪০ জন যাত্রী ও বিমানকর্মী ছিলেন। বিমানটি ৩৬,০০০ ফুট উচ্চতায় উড়ছিল। কিন্তু মাঝ-আকাশে আচমকা বিমানের জানালার কাচ ফেটে যায়। এক ধাক্কায় প্রায় ১০,০০০ ফুট নেমে আসে বিমানটি। বিপদ বুঝে তড়িঘড়ি জরুরি অবতরণ করতে বাধ্য হন চালক। সল্টলেক সিটি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করে বিমানটি।

সাধারণত বিমানের উইন্ডশিল্ডে ফাটল ধরা বিরল ঘটনা হলেও, এই ঘটনার ক্ষতি ও পাইলটের আঘাতের ধরন বিশেষজ্ঞদের কৌতূহল বাড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গিয়েছে, ফাটা কাচের চারপাশে পোড়া দাগের মতো দাগ রয়েছে। আহত পাইলটের হাতে চোটের চিহ্নও দেখা গেছে। অর্থাৎ এটি সাধারণ কোনও কাঠামোগত ত্রুটি নয়, বরং বাহ্যিক কোনও আঘাতের ফল বলেই মনে করা হচ্ছে।

বিমান বিশেষজ্ঞদের একাংশের অনুমান, মহাকাশের ধ্বংসাবশেষ বা ক্ষুদ্র উল্কাখণ্ডের আঘাতে এই ক্ষতি হয়ে থাকতে পারে। কারণ বিমানের উইন্ডশিল্ড এমনভাবে তৈরি থাকে যাতে পাখির ধাক্কা বা চাপের পার্থক্য সহজেই সহ্য করতে পারে, কিন্তু উচ্চগতিতে ছুটে আসা কোনও কঠিন বস্তু সেই সীমা অতিক্রম করতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen