“সরাসরি কথা বললেই ফাঁস হয়ে যায়”— নির্বাচকদের বিরুদ্ধে অশ্বিনের তোপ

October 20, 2025 | 2 min read
Published by: Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১০: ভারতীয় ক্রিকেটে নির্বাচক ও খেলোয়াড়দের মধ্যে যোগাযোগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর দাবি, এখনকার পরিস্থিতিতে খেলোয়াড়রা নির্বাচকদের সঙ্গে সরাসরি কথা বলতে ভয় পান, কারণ সেই কথা খুব দ্রুত বাইরে ফাঁস হয়ে যায়। এই “পরোক্ষ যোগাযোগ” বা ‘ইনডাইরেক্ট স্পিচ’ ব্যবস্থাকেই বদলাতে চান তিনি।

একটি ভিডিও বার্তায় অশ্বিন বলেন, “ভারতীয় ক্রিকেট এখন পরোক্ষ ভাষায় চলছে। এটা বদলানো খুব জরুরি। কিন্তু এই পরিবর্তনটা আসতে হবে খেলোয়াড় এবং নির্বাচক—দু’পক্ষ থেকেই। সমস্যা হচ্ছে, আপনি যদি সরাসরি কথা বলেন, সেটা সঙ্গে সঙ্গে বাইরে ফাঁস হয়ে যায়। ফলে খেলোয়াড়দের মধ্যে নির্বাচকদের কাছে গিয়ে নিজের মনের কথা বলার মতো বিশ্বাসটাই তৈরি হয় না।”

রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এই মন্তব্য করেন তিনি। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এই দুই সিনিয়র ক্রিকেটারকে নিয়ে কী ভাবছে নির্বাচকরা, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। সম্প্রতি তারা আবার জাতীয় দলে ফিরেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে। কিন্তু ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

অশ্বিন মনে করেন, সরাসরি ও খোলামেলা কথোপকথনের মাধ্যমেই পরিস্থিতির উন্নতি সম্ভব। তিনি বলেন, “যখন নির্বাচক বা অধিনায়ক সাংবাদিক বৈঠকে এসে নিজেদের সিদ্ধান্ত ব্যাখ্যা করেন, তখন খেলোয়াড়দের মধ্যে একটা সম্মানবোধ তৈরি হয়। এটা মানুষকে সম্মান ও মর্যাদার সঙ্গে ব্যবহারের বিষয়।”

এখানেই শেষ নয়, পেসার মহম্মদ শামি কেও ওয়ানডে দলে না নেওয়ায় তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। এই বিষয়েও অশ্বিন মন্তব্য করেন। “শামি খুব ভালো পারফর্ম করেছে। তারপরেও তাঁকে বাদ দেওয়া হল। সে কারণেই হয়তো তিনি সংবাদমাধ্যমে মুখ খুলেছেন। কারণ তিনি পরিষ্কার কোনও বার্তা পাননি।”

নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার এবং শামির মধ্যে মতবিরোধও প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে অশ্বিনের বার্তা নির্বাচকদের উদ্দেশে একরকম সতর্কবার্তাই। তাঁর মতে, নির্বাচকদের উচিত খেলোয়াড়দের সঙ্গে সরাসরি, স্পষ্ট ও গোপনীয়ভাবে কথা বলা—যাতে পারস্পরিক বিশ্বাস তৈরি হয় এবং ভুল বোঝাবুঝি না ঘটে।

ভারতীয় ক্রিকেটে সিদ্ধান্ত নেওয়ার সময় খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধা ও স্বচ্ছ যোগাযোগ ব্যবস্থাই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ—অশ্বিনের মন্তব্যে সেই বার্তাই উঠে এল স্পষ্টভাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen