Weather Update: জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া
October 21, 2025
|
< 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি থাকবে। সকাল থেকেই মেঘ রয়েছে আকাশে। তাপমাত্রাও কিছুটা বেড়েছে। সেই সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দক্ষিণের ৪ জেলায়। সেই চার জেলা হল- উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। এই ৪ জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের জানাচ্ছে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি হবে না। এমনকী ভাইফোঁটা পর্যন্ত বৃষ্টির আশঙ্কা নেই বলেই জানান হয়েছে।