‘দীপাবলিতে দেশে সবচেয়ে কম দূষণ কলকাতায়’, দাবি নগরপাল মনোজ ভর্মার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৫৫: শীর্ষ আদালতের নির্দেশ উপেক্ষা করে দীপাবলিতে বাজির দাপট দেখা গিয়েছে গোটা দেশে। সময়সীমা, নিষেধাজ্ঞা, কোনও কিছু না-মেনে গভীররাত অবধি বাজি ফাটানো চলেছে। দীপাবলিতে বাজি পোড়ানোর দৌরাত্ম্যে বিষিয়ে উঠেছে দিল্লি এবং দেশের অন্যান্য শহর। কেমন অবস্থা কলকাতার? আজ, মঙ্গলবার কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মার (CP Manoj Verma) দাবি, গত বছরের তুলনায় এবার কলকাতার পরিস্থিতি অনেক ভাল। ভারতের অন্যান্য বড় শহরের তুলনায় কলকাতায় এবার দূষণ অনেক কম হয়েছে।
নগরপাল বলেন, ‘‘শব্দ ৯০ ডেসিবলের থেকে কম রয়েছে মানে, সীমার মধ্যে রয়েছে। শব্দের সীমা ১২৫ ডেসিবল। আমরা সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বায়ুদূষণের উপরেও নজর রেখেছিলাম। তখনও পর্যন্ত সারা ভারতের অন্যান্য বড় শহরের তুলনায় কলকাতায় দূষণ কম ছিল। রাত ১০টা বা ১২টার রিপোর্ট খতিয়ে দেখলে গোটা চিত্রটা স্পষ্ট হবে।’’ এবারের দীপাবলিতে শব্দদূষণ ও বায়ুদূষণ গত বছরের তুলনায় কম রয়েছে। কলকাতা পুলিশের আরও দাবি, এ বছর ভারতের অন্যান্য বড় শহরের তুলনায় দূষণ অনেক কম হয়েছে কলকাতায়।
পরিসংখ্যান অনুযায়ী, সোমবার রাত ১২টা পর্যন্ত দূষণ নিয়ন্ত্রক পর্যদের কাছে ৪১টি অভিযোগ জমা পড়েছে। কসবা, নিউ আলিপুর, সল্টলেক, শিয়ালদহ, যোধপুর পার্ক, ভবানীপুর, বালিগঞ্জ থেকে অধিকাংশ অভিযোগ এসেছে। সোমবার রাত ১২টা পর্যন্ত পুলিশের কাছেও শব্দবাজি সংক্রান্ত শতাধিক অভিযোগ জমা পড়েছে বলে সূত্রের খবর। অন্তত ১৮৩ জন গ্রেপ্তার হয়েছেন।
কালী পুজোর রাতে কলকাতায় মোট ৮৫১.৪৫ কেজি বেআইনি বাজি বাজেয়াপ্ত করা হয়েছে।
উল্লেখ্য, কালীপুজোর রাতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে নানা অপরাধে ৪৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ট্র্যাফিক আইন ভেঙেছেন মোট ৮৮২ জন। মত্ত অবস্থায় গাড়ি চালানোর জন্য ৯৯ জনকে জরিমানা করা হয়েছে। হেলমেট ছাড়া বাইক চালানোর ঘটনা ঘটেছে ৫১৪টি। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ঘটনা ঘটেছে ১১৬টি।