নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৫০: মঙ্গলবার দুপুরে নৈহাটির (Naihati) বড়মার মন্দিরে পুজো দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক, বড়মা মন্দির কমিটির চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়, বিধায়ক সুবোধ অধিকারী এবং সোমনাথ শ্যাম।
২০২৩ সালে শেষবার বড়মার পুজো দিতে এসেছিলেন অভিষেক। তাই প্রায় দু’বছর পর তাঁর আগমন ঘিরে সকাল থেকেই ব্যারাকপুর শিল্পাঞ্চলে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। মন্দির চত্বর ও আশপাশের এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
প্রতিবছরই বড়মার মন্দিরে বিপুল ভক্তসমাগম দেখা যায়। তবে এ বছর কালীপুজোর দিন সেই ভিড় রেকর্ড ছাড়িয়েছে। লক্ষাধিক পূণ্যার্থী ভিড় জমিয়েছিলেন নৈহাটিতে। রীতি মেনে রাত বারোটায় গঙ্গাজল এনে শুরু হয় পুজো। প্রধান পুরোহিত লাল্টু চক্রবর্তীর নেতৃত্বে পাঁচজন পুরোহিত পুজো সম্পন্ন করেন।
রাত একটা নাগাদ বড়মার পুজো (Boro Maa) চলাকালীন উপস্থিত হন চিত্রপরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তী, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তসহ টলিউডের আরও বহু তারকা। উপস্থিত ছিলেন মন্ত্রী পার্থ ভৌমিকও। রাত আড়াইটে থেকে শুরু হয় অঞ্জলি, যা ভোর পাঁচটা পর্যন্ত চলে। হাজার হাজার মানুষ তখনও অরবিন্দ রোডে অঞ্জলি দেওয়ার জন্য অপেক্ষায় ছিলেন।
অপর্যাপ্ত জায়গায় বিপুল ভিড় নিয়ন্ত্রণে রাখতে নৈহাটিতে মোতায়েন করা হয়েছিল প্রায় এক হাজার পুলিশকর্মী। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার মুরলিধর শর্মা নিজে তদারকি করেছেন গোটা নিরাপত্তা ব্যবস্থা। যানজট এড়াতে আর.বি.সি রোডসহ শহরের ব্যস্ত রাস্তাগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়েছে।