“শুধুমাত্র স্বপ্নে”, ইরানের পরমাণু ঘাঁটি ধ্বংস নিয়ে ট্রাম্পের দাবিকে কটাক্ষ খামেনেইয়ের

October 21, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:১৫:  চলতি বছরের জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেছিলেন, ইরানের পরমাণু ঘাঁটিগুলি (Nuclear facilities in Iran) গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেই সময় ইরান (Iran) কোনও প্রতিক্রিয়া না দিলেও, সোমবার এই ইস্যুতে মুখ খুললেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লা আলি খামেনেই (Seyyed Ali Hosseini Khamenei)। এক্স হ্যান্ডেলে ট্রাম্পকে কটাক্ষ করে তিনি লেখেন, ‘মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন তিনি ইরানের পরমাণু ঘাঁটিগুলিতে হামলা চালিয়ে তা সম্পূর্ণরূপে ধ্বংস করেছেন। এটা দুর্দান্ত, তবে তা শুধুমাত্র স্বপ্নে।’ পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, ‘ইরানের পরমাণু স্থাপনায় আছে কি নেই তাতে আমেরিকার কী যায় আসে? এই হস্তক্ষেপ অযৌক্তিক, অন্যায় এবং জোরপূর্বক।’

উল্লেখ্য, গত জুনে ১২ দিনের যুদ্ধের শেষে ইজরায়েল (Israel) ও আমেরিকা (America) যৌথভাবে ইরানের পরমাণু ঘাঁটিতে বাঙ্কার ব্লাস্টার বোমা হামলা চালায়। সেই হামলার পরই ইরান ও ইজরায়েলের মধ্যে সংঘর্ষ বিরতি হয়, যার মধ্যস্থতায় ছিল আমেরিকা। ট্রাম্প দাবি করেন, এই হামলায় ইরানের সমস্ত পরমাণু স্থাপনা ধ্বংস হয়েছে। যদিও পরে এক রিপোর্টে দাবি করা হয়, হামলার আগেই ইরান অন্তত ৪০০ কেজি ইউরেনিয়াম নিরাপদ স্থানে সরিয়ে ফেলেছিল, যা দিয়ে তৈরি হতে পারে প্রায় ১০টি পরমাণু বোমা। সেই রিপোর্ট সামনে আসতেই ট্রাম্পের দাবির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে।

এই প্রেক্ষাপটে খামেনেইয়ের মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। শুধু পরমাণু ইস্যু নয়, গাজা শান্তিচুক্তি নিয়েও ট্রাম্পকে আক্রমণ করেন তিনি। তাঁর বক্তব্য, ‘ট্রাম্প নিজেকে চুক্তিপ্রণেতা দাবি করেন, কিন্তু যদি কোনও চুক্তি জোর করে করা হয় এবং এর ফলাফল পূর্ব নির্ধারিত থাকে তবে তা কোনও চুক্তি নয়, বরং হুমকি।’

বিশ্বশান্তি ও মানবাধিকারের প্রসঙ্গ তুলে আমেরিকার বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানান খামেনেই। তাঁর অভিযোগ, ‘আমেরিকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করা হয়েছে শুধুমাত্র গাজার অসহায় মানুষকে হত্যা করার জন্য। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাঁরা নাকি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে। তাই যদি হয় তবে গাজায় ২০ হাজারের বেশি শিশুর মৃত্যু হয়েছে। এই শিশুরা কি জঙ্গি ছিল? আসলে তোমরাই সন্ত্রাসী।’ তিনি আরও বলেন, ‘এই আমেরিকা ‘দায়েশ’ জঙ্গিদের তৈরি করে পশ্চিম এশিয়ায় ছড়িয়েছে। এই জঙ্গি গোষ্ঠীর বেশিরভাগটাই আমেরিকা দ্বারা নিয়ন্ত্রিত। যখন খুশি তাদের ব্যবহার করে আমেরিকা।’

খামেনেই প্রশ্ন তোলেন, ‘কেন পশ্চিম এশিয়ায় আমেরিকার এতগুলি সামরিক ঘাঁটি?’ তাঁর অভিযোগ, আমেরিকাই সমস্ত যুদ্ধের কাণ্ডারি এবং এক ‘যুদ্ধবাজ’ রাষ্ট্র।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen