পাকিস্তানের পর এবার মায়ানমারে ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইক’! ড্রোন হামলায় গুঁড়িয়ে দেওয়া হল জঙ্গি ঘাঁটি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২.২০: পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’-র (Operation Sindoor) পর এবার মায়ানমারে জঙ্গি ঘাঁটিতে নির্ভুল ড্রোন (Drone) হামলা চালাল ভারত। নিরাপত্তা সূত্রে জানা গেছে, উত্তর-পূর্ব ভারতের অরুণাচল সীমান্ত ঘেঁষা মায়ানমার অঞ্চলে NSCN-K (YA) জঙ্গি সংগঠনের একটি ক্যাম্পে এই হামলা চালানো হয়। এতে অন্তত পাঁচ জঙ্গির মৃত্যু হয়েছে, যাদের মধ্যে তিনজন ছিলেন সংগঠনের শীর্ষ নেতার দেহরক্ষী। ওই নেতা গুরুতর আহত অবস্থায় পালাতে সক্ষম হন।
১৬ অক্টোবর ভোরে অরুণাচলের (Arunachal Pradesh) চাংলাং জেলার মানমাও এলাকায় অসম রাইফেলসের একটি অপারেটিং বেসে অতর্কিত হামলা চালায় NSCN-K (YA) ও ULFA-Independent (ULFA-I)। সেই হামলায় দুই জওয়ান আহত হন। এরপর থেকেই সীমান্ত এলাকায় জোরদার তল্লাশি অভিযান শুরু হয়। গোয়েন্দা সূত্রের দাবি, হামলার পর বহু জঙ্গি মায়ানমারের জঙ্গলে আশ্রয় নেয়। ঠিক তার পরপরই এই ড্রোন স্ট্রাইক সংঘটিত হয়, যা প্রতিশোধমূলক ও কৌশলগত পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
নিরাপত্তা মহলের মতে, এই হামলা ছিল অত্যন্ত সমন্বিত ও প্রেসিশন-গাইডেড। এতে উচ্চপর্যায়ের গোয়েন্দা ইনপুট ও আধুনিক নজরদারি প্রযুক্তির ব্যবহার হয়েছে। যদিও ভারতীয় সেনা (Indian Army) বা নিরাপত্তা বাহিনী আনুষ্ঠানিকভাবে এই অভিযানের কথা জানায় নি।
চাংলাং জেলা বরাবরই ভারত-মায়ানমার সীমান্তের (India-Myanmar border) সবচেয়ে সংবেদনশীল ও দুর্গম এলাকা। এখানকার জঙ্গল ও পাহাড়ি পথ বহু বছর ধরে জঙ্গি সংগঠনগুলির গোপন ঘাঁটি তৈরির আদর্শ জায়গা হয়ে উঠেছে। ২০২৫ সালের জুলাই মাসেও ULFA-I-এর বিরুদ্ধে অনুরূপ ড্রোন হামলা (Drone attack) চালানো হয়েছিল, যেখানে তিন সদস্যের মৃত্যুর কথা স্বীকার করেছিল সংগঠনটি।