Delhi Air Pollution: এখনও বিষিয়ে রয়েছে রাজধানীর বাতাস, Red Zone ঘোষণা ৩৪টি এলাকাকে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:২৫: দীপাবলির পর কেটে গিয়েছে দুটি দিন। আজ, বুধবারেও দিল্লির বাতাসের গুণগত মানে (AQI) কোনও হেরফের হয়নি। সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত বাজি পোড়ানোর চলেছে। বুধবার সকালেও দিল্লির বাতাসের গুণগত মান সূচক অত্যন্ত খারাপ।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ড (CPCB)-র তথ্য অনুযায়ী, আজ, বুধবার সকাল ৭টা নাগাদ দিল্লির গড় AQI ৩৪৫! সাফ কথায়, বাতাসের অবস্থা খুবই খারাপ। শহরের মোট ৩৮টি পর্যবেক্ষণকেন্দ্রের মধ্যে ৩৪টিই ‘রেড জোন’-র মধ্যে রয়েছে। পঞ্জাব বাগ এবং ওয়াজিরপুরে বাতাসের গুণগত মান ৪০০-র পেরিয়ে গিয়েছে। অর্থাৎ ভয়ানক খারাপ।
আজ, সকাল থেকেই রাজধানীর বেশির ভাগ এলাকা পুরু ধোঁয়াশার আস্তরণে ঢাকা পড়েছে। মঙ্গলবার সকাল ৭টায় দিল্লির বাতাসের গড় বায়ুর গুণগত মান ছিল ৪৫১। জাতীয় গড়ের তুলনায় ১.৮ গুণ বেশি। বুধবার পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে।
উল্লেখ্য, AQI শূন্য থেকে ৫০-র মধ্যে হলে তা ‘ভাল’ বলে ধরে নেওয়া হয়। ৫১ থেকে ১০০ থাকলে ‘সন্তোষজনক’। ১০১ থেকে ২০০ হলে ‘মাঝারি’, ২০১ থেকে ৩০০ হলে ‘খারাপ’, ৩০১ থেকে ৪০০ হলে ‘খুব খারাপ’, ৪০১ থেকে ৪৫০ ‘ভয়ানক’ এবং ৪৫০-র বেশি ‘অতি ভয়ানক’ হিসাবে ধরা হয়। বছরের পর বছর ধরে রাজধানীর দূষণের চিত্রটা বিশেষ বদলায়নি। বাতাসে পিএম ২.৫-র গড় মাত্রা পৌঁছে গিয়েছে ৪৮৮ মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে! যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত বিপদসীমার প্রায় ১০০ গুণ! দিল্লিতে একের পর এক সরকার আসছে, যাচ্ছে। গালভরা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে দূষণ কমানোর। কিন্তু বাস্তবে কিছুই হচ্ছে না। বিজেপি সরকারে আসার আগে দিল্লির দূষণ নিয়ন্ত্রণ নিয়ে একাধিক দাবি করলেও, প্রশাসনে থেকে এবার বাজির দাপট নিয়ন্ত্রণ করতে কার্যত ডাহা ফেল করল।