শবরীমালায় যাওয়ার পথে দুর্ঘটনা,প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার অবতরণের পর তলিয়ে গেল হেলিপ্যাডের অংশ

October 22, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১০: কেরালার পতনম থানার প্রমাদম স্টেডিয়ামে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। বুধবার সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শবরীমালা মন্দিরে দর্শনের উদ্দেশ্যে পৌঁছালে তাঁর হেলিকপ্টার অবতরণের সঙ্গে সঙ্গেই হেলিপ্যাডের টারম্যাকের একাংশ হঠাৎ ধসে যায়। ঘটনার পর উপস্থিত পুলিশ ও দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হেলিকপ্টারটিকে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যান। সৌভাগ্যক্রমে কোনও বড় বিপত্তি বা আহতের খবর পাওয়া যায়নি।

রাষ্ট্রপতি মুর্মু বর্তমানে কেরালায় চার দিনের সরকারি সফরে রয়েছেন। সফর শুরু হয়েছিল ২১ অক্টোবর এবং শেষ হবে ২৪ অক্টোবর। মঙ্গলবার তিনি তিরুবনন্তপুরম বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাঁকে স্বাগত জানান কেরালার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান। রাষ্ট্রপতির সরকারি এক্স (X) হ্যান্ডেল থেকেও জানানো হয়, “কেরালার রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তিরুবনন্তপুরমে স্বাগত জানান।”

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এক্স-এ পোস্ট করে লেখেন, “ভারতের মাননীয়া রাষ্ট্রপতিকে কেরালায় স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। তাঁর উপস্থিতি আমাদের রাজ্যের জন্য এক মহান সম্মান।”

রাষ্ট্রপতির এই সফর ছিল পূর্ণ কর্মসূচিতে ভরা। ২২ অক্টোবর তিনি শবরীমালা মন্দিরে গিয়ে পূজা ও আরতি করেন। ২৩ অক্টোবর তিনি প্রাক্তন রাষ্ট্রপতি কে.আর. নারায়ণনের মূর্তির উন্মোচন করবেন রাজভবনে। একই দিনে তিনি শ্রী নারায়ণ গুরু-র মহাসমাধি শতবর্ষ উদযাপন উপলক্ষে সিভগিরি মঠে উপস্থিত থাকবেন এবং পলাইয়ের সেন্ট থমাস কলেজের প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন। ২৪ অক্টোবর তিনি অংশ নেবেন এরনাকুলামের সেন্ট টেরেসা কলেজের শতবর্ষ উদযাপনে।

অন্যদিকে, বিজেপির একটি প্রতিনিধিদল রাজ্য সভাপতি রাজীব চন্দ্রশেখরের নেতৃত্বে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন জনস্বার্থের বিষয়, বিশেষ করে শবরীমালা সোনাচুরি কাণ্ড নিয়ে তাঁকে অবহিত করে।

প্রমাদম স্টেডিয়ামের হেলিপ্যাড ধসের ঘটনায় যদিও রাষ্ট্রপতি বা তাঁর নিরাপত্তা কর্মীদের কোনও ক্ষতি হয়নি, তবে প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। সুরক্ষা সংক্রান্ত ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার বিভ্রাটের পরই X হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ। কেরল সফরে আজ সকালে বড় দুর্ঘটনা থেকে বেঁচেছেন আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওনার দীর্ঘায়ু কামনা করি’। ঈশ্বরকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি রাষ্ট্রপতির দীর্ঘায়ু কামনাও করলেন মুখ্যমন্ত্রী।

https://x.com/MamataOfficial/status/1980894756101349396

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen