মাঝআকাশে বিপত্তি! বারাণসীতে জরুরি অবতরণ কলকাতা-শ্রীনগর ইন্ডিগো বিমানের

October 22, 2025 | < 1 min read
Published by: Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:১০: বুধবার দুপুরে কলকাতা থেকে শ্রীনগরের উদ্দেশে রওনা দেওয়া ইন্ডিগোর (IndiGo) একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ঘটে গেল বিপত্তি। উড়ানের কিছুক্ষণ পরই বিমানটিতে আচমকা ফুয়েল লিক শুরু হয়, যার জেরে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। পাইলটের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

 

নিরাপত্তার স্বার্থে পাইলট দ্রুত বারাণসী বিমানবন্দরের (varanasi airport) এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। সবুজ সংকেত পাওয়ার পর বিকেল ৪টা ১০ মিনিট নাগাদ বিমানটি বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানে থাকা ১৬৬ জন যাত্রী এবং ক্রু সদস্যরা সকলেই নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে।

 

এই ঘটনার পর বিমান থেকে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। যদিও কী কারণে ফুয়েল লিক হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে। বিমান সংস্থার তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen