Bihar Election 2025: কংগ্রেস নয়! VIP-র ১৫ আসন, তবু উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী মুকেশ, ‘মহাগঠবন্ধন’-এ কেন এত গুরুত্ব?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩৭: বিহার বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election 2025) কংগ্রেস (Congress) যেখানে ৬১টি আসনে এবং সিপিআইএমএল (লিবারেশন) ২০টি আসনে লড়ছে, সেখানে মাত্র ১৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ভিআইপি (vikashshil insan party) দল। সেই দলের নেতা মুকেশ সাহানিকে (Mukesh Sahani) উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, কেন এতটা গুরুত্ব পেলেন মুকেশ সাহানি?
সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার ‘মহাগঠবন্ধন’ (Mahagathbandhan)-র সাংবাদিক সম্মেলনে তেজস্বী যাদবকে (Tejaswi Yadav) মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করার পরিকল্পনা ছিল। উপমুখ্যমন্ত্রীর নাম ঘোষণার কোনও পরিকল্পনা ছিল না। কিন্তু মুকেশ সাহানি স্পষ্ট জানিয়ে দেন, যদি তেজস্বীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হয়, তাহলে তাঁকেও উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করতে হবে। না হলে তিনি সাংবাদিক সম্মেলনে অংশ নেবেন না।
সমস্যা সমাধানে কংগ্রেস নেতা অশোক গেহলট (Ashok Gehlot) প্রথমে আরজেডি (RJD) নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেন। আরজেডি সম্মতি জানালে কংগ্রেস (Congress) হাই কম্যান্ডও মুকেশের নাম ঘোষণায় সায় দেয়, তবে শর্ত থাকে, অন্য শরিকদের জন্যও উপমুখ্যমন্ত্রীর পদ খোলা রাখতে হবে। CPI(ML) Liberation-ও এই প্রস্তাবে সম্মত হয়।
মুকেশ সাহানির অতীতেও শেষ মুহূর্তে জোট বদলের ইতিহাস রয়েছে। ২০২০ সালে মহাজোট ছেড়ে এনডিএ-তে (NDA) যোগ দিয়ে ১১টি আসনে লড়ে ৪টিতে জয় পান। ফলে এবারও তাঁর জোটত্যাগ মহাজোটের জন্য বড় ক্ষতি হতে পারত। বিশেষত বিহারের (Bihar) জাতিগত সমীকরণে মুকেশের গুরুত্ব অপরিসীম। মল্লা, সাহানি, নিষাদ সম্প্রদায়ের মধ্যে তাঁর জনপ্রিয়তা রয়েছে, যা প্রায় ৯ শতাংশ ভোটে প্রতিফলিত হয়।
আরজেডি-কংগ্রেসের সম্মিলিত ভোটব্যাঙ্ক প্রায় ৩০ শতাংশ হলেও বিহারে ক্ষমতা দখলের জন্য আরও সম্প্রদায়ের সমর্থন প্রয়োজন। সেই জায়গা থেকেই মুকেশ সাহানিকে গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও তাঁর আসন দাবি ছিল ৫০টি, পরে তা কমে দাঁড়ায় ২৪, কিন্তু শেষ পর্যন্ত ভিআইপি (VIP) পেয়েছে মাত্র ১৫টি আসন। তবু উপমুখ্যমন্ত্রীর পদ নিয়ে তিনি কোনও ছাড় দিতে রাজি ছিলেন না।