ভাইফোঁটা উদযাপনে দেব, কোয়েল, যীশু-সহ টলিউড তারকারা – সমাজমাধ্যমে ভাইরাল ছবি

October 23, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩৬: কলকাতা সহ গোটা বাংলা জুড়ে উৎসবের আমেজে পালিত হল ভাইফোঁটা (Bhai Phonta)। সকাল থেকেই শহরের মিষ্টির দোকানে লাইন, দুপুর গড়াতেই মাংসের দোকানে উপচে পড়া ভিড়। রেস্তোরাঁ থেকে হোম ডেলিভারি, ভাই-বোনের সঙ্গে উৎসবে সামিল হলেন পরিবারের অন্যান্য সদস্যরাও। এই উৎসবের রঙে রঙিন হল টলিপাড়াও। সাজুগুজু করে ভাইফোঁটার ছবি পোস্ট করলেন একের পর এক তারকা।

ভবানীপুরের ঐতিহ্যবাহী মল্লিকবাড়িতে বৃহস্পতিবার হাজির ছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক Koel Mallik)। বাবা রঞ্জিত মল্লিক (Ranjit Mallik), ছেলে কবীর ও কন্যা কাব্যাকে নিয়ে পরিবারের সঙ্গে ভাইফোঁটার রীতিতে অংশ নেন তিনি। কোয়েল নিজে যেমন দাদা ও ভাইদের ফোঁটা দিলেন, তেমনই কাব্যাকে দিয়েও কবীরকে ফোঁটা দেওয়ান। সেই মুহূর্তের ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

অন্যদিকে, অভিনেতা ও সাংসদ দেব (Dev) তাঁর বোনের সঙ্গে ভাইফোঁটার মুহূর্তের ছবি পোস্ট করে ভক্তদের মন জয় করেছেন।

অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal), অভিনেত্রী মিমি দত্ত, দেবাদ্রিতা বসু, সকলেই তাঁদের ভাইফোঁটার ছবি শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে।

এদিন টেলিভিশন অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta) কলকাতার ডিজাইনার অভিষেক রায়ের সঙ্গে ভাইফোঁটা উদযাপন করেন।

টালিগঞ্জে মন্ত্রী অরূপ বিশ্বাসকেও ফোঁটা দিতে দেখা গেছে টলিপাড়ার একাধিক নায়িকাকে, ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

অভিনেতা যীশু সেনগুপ্তের (Jisshu Sengupta) কপালে ভাইফোঁটার ফোঁটা দিলেন তাঁর বোন রাই সেনগুপ্ত।

অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ (Ridhima Ghosh) ভিডিও কলের মাধ্যমে তাঁর ভাইয়ের সঙ্গে ভাইফোঁটা উদযাপন করেন। দূরত্ব থাকলেও উৎসবের আবেগে কোনও ঘাটতি ছিল না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen