ছটপুজোয় বন্ধ রবীন্দ্র ও সুভাষ সরোবর, বিকল্প ঘাটের প্রস্তুতি

October 23, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০:  ছটপুজো (Chhath Puja) উপলক্ষে এ বছরও সাধারণের জন্য বন্ধ থাকবে শহরের দুই প্রধান জলাধার। সেগুলি যথাক্রমের বীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর। জলদূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মহানগর উন্নয়ন কর্তৃপক্ষ (KMDA)। আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি ঘোষণা করা হবে।

জাতীয় পরিবেশ আদালতের (National Environment Court) নির্দেশ অনুযায়ী, গত কয়েক বছর ধরেই এই দুই সরোবরে ছটপুজোর (Chhath Puja) অনুষ্ঠান নিষিদ্ধ। ২০২২ সালে নির্দেশ লঙ্ঘনের ঘটনা ঘটায় এ বছর নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। কেএমডিএ (KMDA) জানিয়েছে, দুই সরোবরে প্রায় ৩০০ পুলিশ মোতায়েন থাকবে। নিরাপত্তা তদারকির দায়িত্বে থাকবেন দু’জন ডেপুটি কমিশনার (Deputy Commissioner) পদমর্যাদার আধিকারিক। সরোবরের চারপাশে কড়া নজরদারির পাশাপাশি প্রবেশপথে থাকবে বিশেষ পুলিশবাহিনী।

সরোবর দুটি বন্ধ থাকায় সাধারণ ভক্তদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য তৈরি করা হয়েছে ৩৯টি অস্থায়ী ঘাট। সুভাষ সরোবর (Subhas Sarobar) সংলগ্ন এলাকায় বিকল্প ঘাট নির্মাণের দায়িত্ব নিয়েছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। প্রতিটি ঘাটেই থাকবে পোশাক পরিবর্তনের জন্য অস্থায়ী তাঁবু, বায়ো-টয়লেট এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। পুজো শেষে পাঁচ ঘণ্টার মধ্যেই সমস্ত ঘাট পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হয়েছে পুরসভাকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen