ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে প্রকাশ্যে কুপিয়ে খুন সাংবাদিককে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১০:১২: বিজেপি শাসিত উত্তরপ্রদেশে (Uttar Pradesh) প্রাণ গেল সাংবাদিকের। বৃহস্পতিবার সন্ধেবেলায় প্রকাশ্যে কুপিয়ে খুন করা হল এক সাংবাদিককে। একটি হোটেলের সামনে সন্ধ্যায় ওই সাংবাদিকের উপরে চড়াও হয় দুষ্কৃতীরা। এলোপাথাড়ি ছুরি চালানো হয় সাংবাদিকের উপর। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত সাংবাদিকের নাম লক্ষ্মী নারায়ণ সিং ওরফে পাপ্পু।
প্রয়াগরাজের সিভিল লাইনস এলাকার হোটেল হর্ষের সামনে ছিলেন ওই সাংবাদিক। হঠাৎই পাপ্পুর উপরে চড়াও হয় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। ছুরি দিয়ে আঘাত করা হয় ওই সাংবাদিককে। আহত অবস্থায় তাঁকে স্বরূপ রানি নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা ৫৪ বছর বয়সি সাংবাদিককে মৃত বলে ঘোষণা করেন।
প্রয়াত সাংবাদিক পাপ্পু উত্তরপ্রদেশ হাই কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট অশোক সিংয়ের ভাইপো ছিলেন। পাপ্পুকে কেন খুন করা হল, এখনও কিনারা করতে পারেনি যোগীরাজ্যের পুলিশ। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অপরাধীদের ধরার চেষ্টা চলছে। বৃহস্পতিবার রাতে ধরা পড়ে খুনের মূল অভিযুক্ত বিশাল। পালাতে গিয়ে এনকাউন্টারে তার পায়ে তিনটি গুলি লাগে। আপাতত বিশাল হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের দাবি, সুবিচার। খুনিদের কঠোর শাস্তির দাবিও জানাচ্ছেন মৃত সাংবাদিকের পরিবার।