যুগের অবসান! প্রয়াত কিংবদন্তী বিজ্ঞাপন নির্মাতা পীযূষ পাণ্ডে

October 24, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১১:৪৫: বিজ্ঞাপন দুনিয়ায় যুগের অবসান। শুক্রবার ভোরবেলা প্রয়াত হলেন কিংবদন্তী বিজ্ঞাপন নির্মাতা পীযূষ পাণ্ডে (Piyush Pandey)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। ফেভিকল, ক্যাডবেরি, এবং এশিয়ান পেইন্টসের মতো ব্র্যান্ডের জন্য একের পর এক বিজ্ঞাপন তৈরি করেছেন পীযূষ।

বিজ্ঞাপনের দুনিয়ায় নিজস্ব ঘরানা তৈরি করেছিলেন তিনি। ক্রিকেটার থেকে টি-টেস্টার, এমনকী নির্মাণ শ্রমিক হিসেবেও কাজ করেছেন অ্যাড ম্যান পীযূষ। তাঁর জন্ম ১৯৫৫ সালে। ১৯৮২ সালে ২৭ বছর বয়সে আন্তর্জাতিক বিজ্ঞাপন সংস্থা ওগিলভি  (Ogilvy)-তে যোগ দেন তিনি। বিজ্ঞাপন দুনিয়ায় তাঁর অবদানের জন্য ২০১৬ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়।

ক্যাডবেরি- ‘কুছ খাস হ্যায়’, ফেভিকুইক ও ফেভিকল- ‘তোড়ো নেহি জোড়ো’, ‘ফেভিকল সোফা’, এশিয়ান পেন্টস- ‘হর ঘর কুছ কেহতা হ্যায়’, এয়ারটেল- ‘হর এক ফ্রেন্ড জরুরি হোতা হ্যায়’ ইত্যাদির মতো জনপ্রিয় বিজ্ঞাপনের ক্যাম্পেনগুলি তাঁর সৃষ্টি।

দেশব্যাপী পোলিও অভিযানের বিজ্ঞাপন ও ২০১৪ সালে বিজেপির রাজনৈতিক প্রচারের জনপ্রিয় ট্যাগলাইন ‘আবকি বার মোদি সরকার’ ছিল তাঁর মস্তিষ্কপ্রসূত। তাঁর মৃত্যুতে দেশের বিজ্ঞাপন জগতে শোকের ছায়া নেমে এসেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen