দিল্লিতে আইএসআইএস মডিউল ধ্বংস, আত্মঘাতী হামলার ছক ভেস্তে দিল স্পেশাল সেল

October 24, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৩:১৫: দিল্লি পুলিশ স্পেশাল সেল শুক্রবার এক বড়সড় অভিযান চালিয়ে আইএসআইএস-প্রভাবিত একটি সন্ত্রাসী মডিউল ভেঙে দিয়েছে। এই অভিযানে গ্রেফতার করা হয়েছে দুই সন্দেহভাজন সন্ত্রাসবাদীকে, যারা আত্মঘাতী বা “ফিদায়িন” হামলার প্রশিক্ষণ নিচ্ছিল বলে জানা গেছে। সংবাদ সংস্থা এএনআই ও পিটিআই জানিয়েছে, ধৃত দুই যুবকের নাম আদনান—উভয়েই মধ্যপ্রদেশের ভোপালের বাসিন্দা।

গোপন সূত্রে পাওয়া নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দিল্লির সাদিক নগর ও ভোপালে সমন্বিত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের এক সিনিয়র আধিকারিক জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তরা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসআইএস-এর সঙ্গে যুক্ত ছিল এবং তারা দিল্লিতে একটি বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস ও নাশকতামূলক নথিপত্র।

স্পেশাল সেল জানিয়েছে, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে, যাতে তাদের যোগাযোগের নেটওয়ার্ক এবং পরিকল্পনার ব্যাপ্তি সম্পর্কে বিস্তারিত জানা যায়। পুলিশের দাবি, এই অভিযান দিল্লিতে সম্ভাব্য একটি বড় সন্ত্রাসী হামলা রুখে দিয়েছে।

সূত্র অনুযায়ী, অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। ধৃতদের মধ্যে এক জনের পরিচয় নিশ্চিতভাবে আদনান হিসেবে শনাক্ত করা হয়েছে। এই অভিযানটি পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রমোদ কুশওহা এবং এসিপি ললিত মোহন নেগি নেতৃত্বাধীন একটি বিশেষ দল।

তদন্তকারীদের প্রাথমিক ধারণা, এই মডিউলটি আইএসআইএস দ্বারা প্রভাবিত হলেও এর সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর যোগসূত্র থাকতে পারে। তারা অভিযোগ করছে, আইএসআই আইএসআইএস-এর ছদ্মবেশে ভারতে এমন নাশকতামূলক নেটওয়ার্ক সক্রিয় রাখার চেষ্টা করছে।

বর্তমানে গোয়েন্দা সংস্থা ও দিল্লি পুলিশ একসঙ্গে এই নেটওয়ার্কের অন্যান্য সহযোগীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। তদন্তকারীরা দুই সন্দেহভাজনের বিদেশি যোগাযোগ, অর্থায়নের উৎস এবং তাদের প্রশিক্ষণ কেন্দ্র সংক্রান্ত তথ্য সংগ্রহে ব্যস্ত।

এই গ্রেফতারের ফলে শুধু দিল্লি নয়, পুরো দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বড় স্বস্তির বার্তা এসেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, স্পেশাল সেলের দ্রুত পদক্ষেপই রাজধানীতে সম্ভাব্য হামলা প্রতিরোধ করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen