মাঠ থেকে মঞ্চে! এবার বিজ্ঞাপনে একসঙ্গে সৌরভ ও আবীর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৩:৫৬: খেলার মাঠ, টিভির পর্দা, ব্যবসা— সব জায়গাতেই নিজের ছাপ রেখে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার নয়া চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি। শোনা যাচ্ছে, এ বার একেবারে অভিনয়ের ময়দানে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে। উৎসবের আমেজের মধ্যেই জোর গুঞ্জন, এই দুই তারকা একসঙ্গে এক বিশেষ বিজ্ঞাপনী ছবিতে মুখ হতে চলেছেন।
পুজোর শেষে যখন শহর ধীরে ধীরে উৎসবের রেশ কাটাচ্ছে, ঠিক তখনই আবীর জানালেন, “অবসরের সময়কে আরও রঙিন করে তুলতে চাই। নতুন কিছু করার সময় এসেছে।” আর সেই ‘নতুনত্ব’-এর সঙ্গেই যেন যুক্ত হচ্ছেন সৌরভ। জানা গিয়েছে, পুজো ও খাবার নিয়ে সৌরভ-আবীরের আড্ডায় উঠে এসেছে এক ভোজ্য তেল ব্র্যান্ডের প্রচারের প্রসঙ্গ। তারই সূত্রে, খুব শিগগিরই তাঁরা একসঙ্গে ক্যামেরার সামনে আসছেন— রান্না এবং স্বাদকে ঘিরে এক নতুন গল্পে।
এর আগে একই ব্র্যান্ডের বিজ্ঞাপনে একাই চমকে দিয়েছিলেন সৌরভ— ‘ইলিশ’ রেঁধে মন জয় করেছিলেন দর্শকদের মন। এবার সঙ্গে আবীর, ফলে প্রত্যাশা আরও বেড়েছে। দুই জনপ্রিয় মুখ, দুই প্রজন্মের তারকা— সৌরভের কৌশল আর আবীরের অভিনয় মিলিয়ে তৈরি হবে এক আকর্ষণীয় রসায়ন। বিজ্ঞাপন দুনিয়া বলছে, এই জুটি নিশ্চিতভাবেই দর্শকের কাছে তুমুল সাড়া ফেলবে।
এদিকে, সৌরভের সামনে আসছে আরও বড় ব্যস্ত সময়। অভিনেতা রাজকুমার রাও খুব শিগগিরই কলকাতায় আসবেন ‘মহারাজ’-এর জীবনীচিত্রের প্রস্তুতির জন্য, যেখানে সৌরভের জীবন ও যাত্রা হবে কেন্দ্রবিন্দু। পাশাপাশি, আগামী মার্চ-এপ্রিল থেকে শুরু হতে পারে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বাংলা বিগ বস্’-এর শুটিং— যার সঞ্চালক হিসেবে থাকছেন স্বয়ং ‘দাদা’।
অর্থাৎ, মাঠের বাইরেও সৌরভ এখন সম্পূর্ণ বিনোদন দুনিয়ার অঙ্গ। খেলোয়াড়, প্রশাসক, উপস্থাপক, উদ্যোক্তা— সব পরিচয়ের পর এবার ‘অভিনয়’-এর নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। আর সেই যাত্রায় পাশে থাকছেন আবীর চট্টোপাধ্যায়। দর্শকদের জন্য এ যেন উৎসব-পরবর্তী এক নতুন উপহার, যেখানে খেলার রাজা আর পর্দার গোয়েন্দা মিলে তৈরি করছেন এক দারুন মেলবন্ধন।