বিয়ে, ভালোবাসা আর অবিশ্বাস— টুইঙ্কল-কাজলের মন্তব্যে নতুন বিতর্কের জন্ম

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৫:৩৬: অ্যামাজন প্রাইমের নতুন টক শো “টু মাচ”এর সর্বশেষ পর্বকে ঘিরে ছড়িয়েছে বিতর্ক। কাজল ও টুইঙ্কল খান্না পরিচালিত এই জনপ্রিয় শো-তে অতিথি ছিলেন করণ জোহর ও জাহ্নবী কাপুর। শুরুতে আলাপচারিতা ছিল মজাদার, কিন্তু ‘বিবাহে ভালোবাসা না সামঞ্জস্য—কোনটা জরুরি’ প্রসঙ্গে আলোচনা গড়ায় এক তপ্ত বিতর্কে, যা পরে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তোলে।
‘দিস অর দ্যাট’ সেগমেন্টে টুইঙ্কল প্রশ্ন করেন বিবাহ টিকে থাকার জন্য ভালোবাসা বেশি গুরুত্বপূর্ণ, না সামঞ্জস্য? জাহ্নবী বলেন ভালোবাসাই মূল, কিন্তু কাজল সোজাসুজি বলেন, “ভালোবাসা থাকলেও যদি মানসিক মিল না থাকে, সম্পর্ক টেকে না।” এখানেই থেমে থাকেননি তারা। এরপর টুইঙ্কল প্রসঙ্গ তোলেন—‘ইমোশনাল ইনফিডেলিটি’ না ‘ফিজিক্যাল ইনফিডেলিটি’, কোনটা বেশি খারাপ?
জাহ্নবীর মতে, দুটোই বিশ্বাসঘাতকতা, তবে শারীরিক প্রতারণা কখনোই মেনে নেওয়া যায় না। কিন্তু টুইঙ্কল রসিকতার ছলে বলেন, “রাত গইলে, কথা গইলে!” মানে, যা হয়েছে তা নিয়ে পড়ে থাকার মানে নেই। কাজলও আংশিক সহমত প্রকাশ করে বলেন, “সব সম্পর্কেই ভুল হয়, ক্ষমা করতে জানতে হয়।”
এই মুহূর্তে সেই অংশটি ভাইরাল হয়ে পড়েছে রেডিট ও এক্স (টুইটার)-এ। নেটিজেনদের বড় অংশ ক্ষোভ প্রকাশ করেছেন, কেউ কেউ লিখেছেন, “ওরা স্বামীদের কাজকর্মকেই যেন স্বাভাবিক করতে চাইছেন,” আবার কেউ বলেছেন, “এভাবে অবিশ্বাসকে হালকা করে দেখানো দুঃখজনক।” আরও এক মন্তব্যে কেউ লিখেছেন, “এরা নিজেদের অভিজ্ঞতা থেকে বলছেন, তাই হয়তো এখন সব মেনে নিতে শিখে গেছেন।”
অন্যদিকে অনেকেই জাহ্নবীর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন—“জাহ্নবীর মতো স্পষ্টভাবে কেউ বলেনি, আশা করি ও এই মানসিকতা বজায় রাখবে।”
পর্বটির আরও একটি মজার মুহূর্ত আসে, যখন জাহ্নবী করণ জোহরকে বলেন, “একটা স্ক্যান্ডালাস ট্রুথ আর একটা মিথ্যা বলুন, আমি ধরব কোনটা কোন।” করণ নিজের স্বভাবসিদ্ধ খোলামেলা ভঙ্গিতে বলেন, “আমি ২৬ বছর বয়সে ভার্জিনিটি হারিয়েছি, আর আমি তোমার পরিবারের এক সদস্যের সঙ্গে ইন্টিমেট ছিলাম।”
মজার মুহূর্তে ভরা এই পর্ব শেষ হয়েছে হাসি-ঠাট্টার মধ্যেই, কিন্তু কাজল ও টুইঙ্কলের মন্তব্য যে নেটদুনিয়ায় বড় বিতর্কের জন্ম দিয়েছে, তা নিয়ে এখন তর্ক তুঙ্গে।